ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ০১:০৯ এএম
তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (TGTDCL) অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদ করতে চলমান অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট বিশেষ অভিযান পরিচালিত হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুনের নেতৃত্বে TGTDCL-এর জোবিআ-মেঘনাঘাট অঞ্চলে বালুয়াকান্দি (নাইটমুন হোটেল), মধ্য ভাটেরচর (খুলনা মিষ্টি ভান্ডার ও হোটেল), আনারপুরা (ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরা), গজারিয়া ও মুন্সিগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়। অভিযানে তিনটি হোটেল ও রেস্টুরেন্ট, এক মিষ্টি কারখানা ও এক আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৩/৪" ব্যাসের প্রায় ৫০ ফুট লাইন পাইপ, ৩১টি বার্নার ও একটি ২.৫ কিলোওয়াটের গ্যাস জেনারেটর জব্দ করা হয়েছে। এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ২,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে সিনিয়র সহকারী সচিব সিমন সরকারের নেতৃত্বে TGTDCL-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-০৬ অঞ্চলে পেট্রোবাংলা ও কেন্দ্রীয় ভিজিলেন্স টিমের সমন্বয়ে আলুব্দী ও ইস্টাং হাউজিং এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। চারটি প্রতিষ্ঠানের সোর্স লাইন কিলিং করা হয়, একটিতে সোর্স লাইন পাওয়া যায়নি, চারটি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ ছিল না, তিনটি তালাবদ্ধ ও দুইটি এলপিজি দ্বারা চলছিল। অভিযানে সুপার জিন্স ওয়াশিং, জি কেয়ার বিডি ওয়াশিং, ডেনিম এক্সপ্রেস এন্ড ক্লোথিং ওয়াশিং, এসএস ইন্টারন্যাশনাল, প্রত্যয় ইন্টারন্যাশনাল ও ডাইনামিক ওয়াশিং প্লান্টের সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে বিভিন্ন পাইপ ও রেগুলেটর জব্দ করা হয়, এছাড়া প্লট এফ-৮ ও এফ-৯, বর্ধিত পল্লবী এলাকার রাইজার লাইনগুলোও বিচ্ছিন্ন করা হয়। গ্রাহকরা কোন বিল প্রদর্শন করতে পারেননি, তাই সংযোগটি লক করা হয়।
এছাড়া TGTDCL-এর রাজস্ব উপশাখা-সাভার ও জোবিআ-সাভারের বিশেষ অভিযানে এইচ.আর টেক্সটাইল লি., ভরসা ফুড ইন্ডাস্ট্রি, স্টার লাইট নিট লি. ও শ্যানটেক্স প্রাইভেট লি-এর বকেয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শ্যানটেক্স প্রাইভেট লি-এর জুন ২০২৫ মাসের বিল হিসেবে ২ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৯৬১ টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
TGTDCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধে এই অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত পরিদর্শন ও জরিমানা কার্যক্রম চলমান থাকবে।
ভোরের আকাশ//হ.র