কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০২:০৭ এএম
ছবি সংগ্রহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে উপকূলীয় জনপদ কয়রায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে জনগণকে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা যুবদলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-নিপীড়ন চালিয়েছে। তিনি উল্লেখ করেন, মিথ্যা মামলা, হয়রানী, গুম, খুন ও লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং ৫ আগস্ট দেশের মানুষের গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনবেন। পিআর পদ্ধতি নিয়ে তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল পিআরের নামে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু জনগণ তা কখনো মেনে নেবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম। সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক এহছানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।
প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি ও যুবদলের বহু নেতৃবৃন্দ।
ভোরের আকাশ//হ.র