সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে আগামী তিন মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান।
জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই সময় সুন্দরবনে ইকো ট্যুরিজম, মাছ ও কাঁকড়া শিকার এবং মধু আহরণসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
বন বিভাগের তথ্য মতে, প্রতি বছর এই তিন মাস নিষেধাজ্ঞা কার্যকর থাকে। তবে এতে সবচেয়ে বিপাকে পড়েন সুন্দরবন ঘেঁষা অঞ্চলের হাজারো জেলে, বোটচালক ও বনজীবী পরিবার। কারণ, জীবিকা বন্ধ থাকলেও সরকারি সহায়তা চাহিদার তুলনায় অনেক কম।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী হাবিবুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি। ইতোমধ্যে পাস প্রদান বন্ধ করা হয়েছে এবং বনে অবস্থানরতদের ৩১ মের মধ্যে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি প্রকৃত জেলেদের জন্য যথাযথ ও পর্যাপ্ত খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। অন্যথায় বন রক্ষার এই প্রয়াশ বনজীবীদের জন্য হয়ে উঠবে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক ও সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম’র ৫ম মৃত্যুবার্ষিকী ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহেতদের আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় শহরের স্টেডিয়াম রোডে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আমিনুল ইসলাম এর কর্মময় জীবনের উপরে তাৎপর্য ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রধান উপদেষ্ঠা মোঃ সাইদুর রহমান বাচ্চু। সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে জেলা প্রশাসক হিসেবে অনেকে এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুইজন জেলা প্রশাসকের ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা শহিদ এ কে শামসুদ্দিন, তারা তাদের কর্মের মধ্যেদিয়ে বেঁচে আছেন আরেকজন মরহুম আমিনুল ইসলাম তাদের মধ্যে অন্যতম ছিলেন, মরহুম আমিনুল ইসলাম তিনি ছোট বেলা থেকেই স্কাউটিং করতেন। আমিও ছাত্রজীবনে স্কাউটিং করেছি। স্কাউটিং যারা করে তারা অনেকশৃঙ্খল থাকে। আমিনুল ইসলাম ভালো কাজ করেছেন তাই এখনো তাকে স্মরণ করা হচ্ছে।তিনি বলেন, ঢাকার উত্তরর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এর শোক সইবার মত না আমরা সেই সকল কোমলমতি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।তিনি আরও বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।” আজ এই কোরআনরে পাখীদের সামনে ব্ক্তব্য দিতে পারছি এটাও অনেক ভাগ্যের বিষয়। এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনু্ষ্ঠান শুরু করা হয়।স্বাগত বক্তব্য রাখেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ( ছোট্ট)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার সাংবাদিক দিলীপ গৌর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব (ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশের) সভাপতি ডাঃ এম এ লতিফ, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রহুল আমিন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের এস.পি.এল.মো: রায়ান হাসান, পি,এল, মোঃ মুবিন ইসলাম,স্কাউট সদস্য, মো:সিহাব সেখ।স্কাউট সদস্য, মো:রিমোন নিশো, স্কাউট সদস্য, মো: সিয়াম সেখ, স্কাউট সদস্য, মোঃ মেজবা হক সপ্ন প্রমুখ।অনুষ্ঠান শেষে মরহুম আমিনুল ইসলাম এঁর রুহের মাগফেরাত কামনা ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।উল্লেখ্য, মরহুম আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসকরে দায়িত্ব পালন কালে সিরাজগঞ্জ সদর উপজেলার অন্মেষণ মুক্ত স্কাউট দলের পথ চলা শুরু হয়। আমিনুল ইসলাম এই মুক্ত দলের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি রাজশাহী বিভাগের আঞ্চলিক স্কাউটরে সম্পাদক ছিলেন দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের। তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ১১ জুলাই মৃত্যুবরণ করেন। পাবনায় তার দেশের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। তিনি সর্বশেষ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকরে দায়িত্ব পালন করেছেন।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনা কমপক্ষে ৬-৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।নিহতরা হলেন, মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), ফুলবাবুর ভাই বুলু মিয়া (৫২) ও তাঁদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন(৩০)।হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শাহাজামাল ও রব্বানী গং এবং প্রতিবেশী আপেল ও আংগুর গং এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। দখল সংক্রান্ত জের ধরে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এসময় শাহাজামাল ইসলামগং এর পক্ষে ৩ জন নিহত হন। এছাড়াও উভয় পক্ষের অত্যন্ত ৬/৭ জন আহত হয়।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।ভোরের আকাশ/জাআ
‘মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বক্তব্যে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা'র ২৪তম দিনের কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলগেইট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পরে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে বক্তৃতা দেন দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, 'আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে। রাস্তায় বের হলে বাসে চাপা পড়ে মানুষ মরছে, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। দেশে স্বাভাবিক মৃত্যুরও কোনো নিশ্চয়তা নেই।'তিনি আরও বলেন, 'আমরা একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। অথচ যারা দক্ষ, যোগ্য, অভিজ্ঞ- তাদেরকে বাদ দিয়ে সরকার পরিচালনা করা হচ্ছে অযোগ্যদের দিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যেভাবে অদক্ষতা চলছে, তা জনগণের সঙ্গে বড় রকমের অন্যায়।'পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি প্রমুখ।এদিকে, বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'দেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যা হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। বর্তমান সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফেরার সুযোগ খুঁজবে।'তিনি আরও বলেন, 'মাইলস্টোন স্কুলের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিতে রাজপথে নামে। অথচ আমরা গোপালগঞ্জে গেলে আমাদের ওপর হামলা হয়।'ভোরের আকাশ/জাআ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।বৃহস্পতিবার মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আবারও নানা ফাঁক-ফোকর দিয়ে, নানা ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী সর্বনাশা শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এ জন্য যা কিছু করা প্রয়োজন এই মুহুর্তেই করতে হবে।রিজভী বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টা তাদের নিয়োজিত লোক দিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বলাচ্ছেন, এই সরকার তিন বছর, পাঁচ বছর থাকা উচিত, এটা করে তারা গণতন্ত্রের ক্ষতি করাচ্ছেন।তিনি আরও বলেন, এক কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।ভোরের আকাশ/জাআ