খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০৯:৫৬ পিএম
প্রতীকী ছবি
খুলনা নগরীতে অতিরিক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
ভোরের আকাশ/এসএইচ