ডেভিল হান্ট অভিযানে: প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পুটিজুরি ইউনিয়ন শাখার ০৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আবুল কালামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি, যার নম্বর ১৩।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিবুর রহমানের নেতৃত্বে এস আই বিকাশ সরকার (নিঃ) এস আই আলমগীর হোসেন, এ এস আই আসরাফুল এ এস আই স্বপন সরকারসহ রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও শহীদ আয়াতুল্লাহ বীজ্রের নিচে অবস্থান করেন। চোরাকারবারিরা হাওরের নৌকা বোঝাই করে প্লাস্টিকের বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় পাচার করছিল। এ সময় পুলিশের অভিযানে পণ্যগুলো ধরা পরড়। যার বাজারমূল্য আনুমানিক ৮ আট লক্ষ ২৭ হাজার টাকা।অভিযানের সময় চোরাই কাপড় পাচারকারী ওমর ফারুক (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কাপড়গুলো ভারত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনার কথা বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।মধ্যনগর থানার ওসি জনাব মনিবুর রহমান জানান, রাতভর জেগে থেকে চোরাচালানকারীকে হাতেনাতে গ্রেফতার করেছি। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”ভোরের আকাশ/আজাসা
বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। এ সময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে একজন প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।জানা যায়, রফিক হাওলাদারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ভোরের আকাশ/আজাসা
বগুড়ার আদমদীঘিতে পাইকারী ও খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের। বাজারে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। এতে খুশি স্থানীয় মরিচ চাষীরা। গত মঙ্গলবার মহাসড়কে মরিচ ঢেলে বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর পরে দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন কৃষকরা। তবে, প্রতিমণ মরিচ বিক্রি করতে ধলকা দিতে হচ্ছে ২ কেজি। যা গত বছরেও ছিল ১ কেজি। এতে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পচনশীল কাঁচামাল এটি। এজন্য ৪২ কেজিতে একমণ হিসেব করা হয়। বাজারে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে এই পণ্যটির।শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে,প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মানভেদে ৩৫ থেকে শুরু করে ৫৫ টাকা কেজি দরেও বিক্রি হয় মরিচ। এই এলাকার মরিচ ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় বিক্রি হয়। গত বছরে মরিচের ভাল দাম থাকায় চলতি মৌসুমে এই উপজেলায় বৃদ্ধি পেয়েছে মরিচের আবাদ। দাম ভাল থাকলে অল্প সময়ে লাভবান হবেন কৃষকরা।সদরের গোড়গ্রামের কৃষক মোস্তফা জানান, ‘গত কয়েকদিনের তুলনায় আজ দাম বৃদ্ধি পেয়েছে মরিচের। এবছর মরিচের আবাদ খুব ভালো হয়েছে। এই আবাদে শ্রম বেশি দেওয়া লাগে। তবে অন্যান্য বছরের তুলনায় কীটনাশক ব্যবহার কম করছি। দাম এটা থাকলেও লাভবান হব।’অন্তাহার গ্রামের কৃষক নওশাদ, খেলু, কামাল, বাবু এবং রেজাউল জানান,‘প্রতি বছরই আমরা মরিচের আবাদ করি। এবছর প্রথম থেকেই মরিচের দাম কম। সেজন্য যত্ন এবং কীটনাশক ছিঁটানো কমে দিই। অনেকেই জমি থেকে গাছ উঠিয়ে অন্য ফসল করছি। এখন দাম বৃদ্ধি পেয়েছে। এমন দাম থাকলে যতটুকুন আবাদ আছে সেটিই পরিচর্যা করলে ক্ষতিগ্রস্ত হব না।’মান্নান এবং রাজ্জাক নামের মরিচ ব্যাপারীরা জানান,‘৫০ টাকা কেজি দরে মরিচ ক্রয় করেছি। এই বাজারে চাটি ও ব্যাপারীদের সংখ্যা বেড়েছে; সেই তুলনায় মরিচ কম। এজন্য বেশি দামে কিনতে হয়েছে মরিচ। এজন্য লাভ একটু কম হবে।’ভোরের আকাশ/আজাসা
নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিতির উদ্দেশ্যে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। বৃহস্পতিবার সকালে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মিলনায়তনে ফল উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন। অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান। ফল উৎসবে দেশীয় নানা জাতের ফল নিয়ে স্টলে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে আসা দর্শনাথী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন। সকলের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক আমাদের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক মানবকন্ঠ ও এটিএন নিউজের সাংবাদিক শিহাব খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওসিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।ভোরের আকাশ/আজাসা