বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি ও ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে: ইদ্রিস মিয়া
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি ও ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে৷ তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নাই। এখন আমাদের দাবি আদায় করে নিতে হবে।
সোমবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। বক্তব্যটি ভাইরাল হওয়ার পরপরই এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে, বুধবার (১১ জুন) বিকাল ৩ টায় সাতকানিয়া পৌরসভাস্থ এরাবিয়ান কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়ার সাংগঠনিক ইউনিট বিএনপির উদ্যোগে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অপর একটি বক্তব্যে তিনি আরও বলেন, আমি আমার উপজেলায় আমার ক্ষমতাবলে যত রকমের সরকারি বরাদ্দ আছে তার ৮০ ভাগ নিয়ে নিছি। আমি বলেছি আমারটা আগে দেন, পরে অন্য ব্যবস্থা করেন। আগামী জুলাই থেকে এ ধরনের উন্নয়নমূলক বরাদ্দগুলো আবার চালু হবে। সেগুলো আপনাদেরকে আদায় করে নিতে হবে। যদি আদায় করে নিতে না পারেন জামায়াত-শিবির যদি এগুলো হস্তক্ষেপ করে নিয়ে নেয়, তাহলে আমরা ভোটের মার্কেটে গিয়ে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হব। এটা আপনাদের খেয়াল রাখতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাকের সঞ্চালনায় এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ ৪১ হাজার টাকার চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও অন্যজন স্থানীয় বাসিন্দা।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ও বুধবার টানা দুইদিন যশোরের বেনাপোল, বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া, শিকারপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিদেশি মদ, ভারতীয় নেশাজাত সিরাপ, গাঁজা, কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট-বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ি, কম্বল, থান কাপড়, কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোনসহ ভারতীয় একটি ট্রাক জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন— ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ পূর্বপাড়া এলাকার মতিয়ার মণ্ডলের ছেলে আব্দুল মণ্ডল (৩৫) এবং বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মোন্তাসিম (২৪), পিতা আবু হামজা।বিজিবির হিসাব অনুযায়ী, মঙ্গলবার ২৬ লাখ ৪১ হাজার ৩০৭ টাকার এবং বুধবার ৬৪ লাখ ২৫০ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৯০ লাখ ৪১ হাজার ৫৫৭ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ভোরের আকাশ// হর
কক্সবাজারের মহেশখালী পৌরসভাস্থ ফায়ার সার্ভিস এলাকার সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।বুধবার (১৫ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। নিয়ম না মানায় তিনটি মামলায় মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক চালকরা যেন অটোরিকশা না চালায়, সে বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, মহেশখালী পৌর এলাকায় বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি শাপলাপুর পাহাড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দ্বীপবাসী।স্থানীয়রা বলেন, “এমন অভিযান নিয়মিত পরিচালনা করলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।”ভোরের আকাশ//হ.র
যশোরের শার্শা উপজেলায় ৩ দিনের ব্যবধানে দুই ভ্যানচালক হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এ অঞ্চলের মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে ও নাভারন সাতক্ষীরা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ভ্যান ও রিকশাচালকরা।মানববন্ধনে অংশ নেন শার্শা, নাভারণ ও বেনাপোল এলাকার ২ শতাধিক ভ্যান–রিকশাচালক। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইদের গুম, খুন বা ছিনতাই করা হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাই। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।উল্লেখ গত শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মাঝামাঝি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানার (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন।এর দুই দিন পর, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে উদ্ধার করা হয় আরেক ভ্যানচালক আব্দুল্লাহর (২৫) অর্ধগলিত মরদেহ। খোঁজ মিলেনি তাদের ভ্যান রিক্সার। পরপর দুই চালক হত্যাকাণ্ডের ঘটনায় সীমান্তাঞ্চলজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, দুটি হত্যার ঘটনায় পৃথক মামলা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারে কয়েকটি টিম চেষ্টা চালাচ্ছে।ভোরের আকাশ//হ.র
দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিউর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের চক শাহাবাজ গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আতিউর রহমান তার ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী উঠানামার কাজ করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ভোরের আকাশ//হ.র