গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৯:৪৯ পিএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গাইবান্ধায়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় পৌর শহরের স্টেশন রোডের পালম্যানশন ভবনের ২য় তলায় এসব কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) গাইবান্ধা জেলা শাখার সভাপতি শ্রী মনিন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সঞ্জু ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাজুস সুনামের সঙ্গে ৬০ বছর অতিবাহিত করেছে। সেই সঙ্গে গাইবান্ধার স্বর্ণ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।
শেষে আনন্দঘন পরিবেশে কেক কর্তন এবং অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।
ভোরের আকাশ/জাআ