চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ খান, শুটিং স্থগিত ‘কিং’ সিনেমার
বলিউড বাদশাহ শাহরুখ খান উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেছেন। হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এই সুপারস্টার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত এক মাস সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন।
জানা গেছে, সম্প্রতি শাহরুখ খানের শরীরে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন সময় স্টান্ট করার সময় তার শরীরের পেশিতে আঘাত লাগলেও এবারের চোট কিছুটা গুরুতর। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এই পরিস্থিতির কারণে পরিচালনা Siddharth Anand-এর প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং স্থগিত করা হয়েছে। মূলত জুলাই-আগস্ট মাসে মুম্বাইয়ের ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওতে ছবির বিভিন্ন অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ খানের অনুপস্থিতির কারণে বুকিং বাতিল করা হয়েছে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শাহরুখ খান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ‘কিং’ সিনেমার শুটিং পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এই ছবিতে শাহরুখ খানকে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, যিনি সিনেমায় তার শিষ্যের চরিত্রে থাকবেন। শাহরুখ-সুহানা জুটিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
বর্তমানে ভক্তরা প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
বলিউড বাদশাহ শাহরুখ খান উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেছেন। হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এই সুপারস্টার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত এক মাস সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন।জানা গেছে, সম্প্রতি শাহরুখ খানের শরীরে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন সময় স্টান্ট করার সময় তার শরীরের পেশিতে আঘাত লাগলেও এবারের চোট কিছুটা গুরুতর। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।এই পরিস্থিতির কারণে পরিচালনা Siddharth Anand-এর প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং স্থগিত করা হয়েছে। মূলত জুলাই-আগস্ট মাসে মুম্বাইয়ের ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওতে ছবির বিভিন্ন অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ খানের অনুপস্থিতির কারণে বুকিং বাতিল করা হয়েছে।প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শাহরুখ খান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ‘কিং’ সিনেমার শুটিং পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।এই ছবিতে শাহরুখ খানকে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, যিনি সিনেমায় তার শিষ্যের চরিত্রে থাকবেন। শাহরুখ-সুহানা জুটিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।বর্তমানে ভক্তরা প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন।ভোরের আকাশ//হ.র
সালমান খানের জীবনে একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনার মধ্যেই এবার নতুন করে আলোচনায় এলেন তার সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানি।সম্প্রতি সংগীতার পুনের গ্রামের বাড়িতে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজ গ্রামে যান তিনি। সঙ্গে ছিলেন তার দুই গৃহকর্মী। বাড়িতে পৌঁছেই তারা দেখতে পান প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা এবং ঘরে চরম অবস্থা।সংগীতা জানান, ঘরের ভেতরে ঢুকে তারা দেখতে পান একটি টিভি সেট চুরি হয়ে গেছে এবং আরেকটি সেট ভাঙা অবস্থায় পড়ে আছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা, বিছানা, ফ্রিজসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্রে ভাঙচুর চালানো হয়েছে।ঘটনার পরপরই সংগীতা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বলছে, এটি শুধুই একটি সাধারণ চুরির ঘটনা নয়—এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও তারা সন্দেহ করছে।উল্লেখ্য, ২০২৪ সালে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা এবং ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড বলিউডে তোলপাড় সৃষ্টি করেছিল। এরপর থেকে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন সালমান। সংগীতার বাড়িতে ঘটে যাওয়া এই নতুন ঘটনা সালমানকে ঘিরে চলমান উত্তেজনার এক সম্প্রসারণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে সবদিক বিবেচনায় রেখেই।ভোরের আকাশ//হ.র
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক আহত ব্যক্তি।এই হৃদয়বিদারক ঘটনার অভিঘাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অনেকে। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। উত্তরার ঘটনার পর মানসিক আঘাত বা ট্রমায় আক্রান্ত হয়ে সোমবার রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। সেখানে তিনি লেখেন, "আমার ছোটবেলা থেকেই আগুন নিয়ে এক ধরনের ভয় বা ট্রমা আছে। কিন্তু কালকের দুর্ঘটনার পর সেটা যে এতটা গভীরভাবে মনে গেঁথে আছে, তা বুঝতেই পারিনি।"তিনি আরও লেখেন, "গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি-ভিডিও দেখে আমার ভয়ঙ্কর প্যানিক অ্যাটাক হয়। বুক ধড়ফড় করতে থাকে। শেষ পর্যন্ত রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ!"পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে দুই সন্তানের জননী এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের আবেগও প্রবলভাবে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।উল্লেখ্য, স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা বাংলাদেশ আগে কখনো দেখেনি। শিশুদের করুণ মৃত্যু ও আহতদের দুর্দশা সারাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।ভোরের আকাশ//হ.র
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এর মধ্যে নিহত পাইলটকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।সোমবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পাইলটের বীরত্ব এবং মানবিক বিবেচনার কথা তুলে ধরেন। হিমি লেখেন: ‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছিলেন, সত্যিই চেষ্টা করেছিলেন।তিনি জানতেন এটা একটি স্কুল, তিনি জানতেন আশপাশে শিশু রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। নিজের সর্বোচ্চটুকু দিয়ে তিনি চেষ্টা করেছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন।’পোস্টে তিনি বাংলাদেশের বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা প্রতিদিন দেশকে রক্ষায় জীবন বাজি রাখে। তবে পাশাপাশি তিনি স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তোলেন।‘বাংলাদেশ বিমানবাহিনীকে সামগ্রিকভাবে অসম্মান করবেন না। কিন্তু এর মানে এই নয় যে আমরা চুপ থাকবো। আমাদের প্রশ্ন করতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে। যদি কোথাও গাফিলতি থাকে, যদি কোনো ভুল সিদ্ধান্ত প্রাণহানির কারণ হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’তিনি প্রশ্ন তোলেন, কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা হয়, এবং কেন এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে।‘দোষ দিন না ককপিটে থাকা মানুষটিকে, বরং দোষ দিন তাকে, যে জনবহুল শহরের ওপর প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে। প্রশ্ন তুলুন তাদের বিরুদ্ধে, যারা এখনো পর্যন্ত আমাদের পাইলটদের পুরোনো যুদ্ধবিমানে উড়তে বাধ্য করছে।’তিনি বলেন, বাংলাদেশ এখনো ১৯৬০-এর দশকের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে, সেই চীনে তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহার করছে, যা আধুনিক শহরাঞ্চলে ব্যবহার অনুপযুক্ত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।‘এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং চিন্তা, পরিকল্পনা ও নেতৃত্বের এক বড় ব্যর্থতা। তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই।’উল্লেখ্য, এই ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষোভ ও শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাশাপাশি পুরনো যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়েও শুরু হয়েছে আলোচনা।ভোরের আকাশ//হ.র