সংগৃহীত ছবি
বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান।
‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।
এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।
সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে।
২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়।
এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
বাংলাদেশে অনেকদিনই তেমন একটা কাজ করলেও ওপার বাংলায় থেমে নেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে লম্বা বিরতির কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী রাজনৈতিক গুঞ্জন সরাসরি উড়িয়ে দেন।তিনি বলেন, না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বিরতিটা কিন্তু আমার কাছে খুব স্বাভাবিক। আমি কম ছবি করি। রাজনীতি কিংবা দেশ বুঝি না। আমরা বাংলা ছবির শিল্পী। সব দর্শকের জন্য ছবি তৈরি করি।তার কথায়, এখানে কোনো বিভাজন নেই। সারা পৃথিবীর বাংলা ছবির দর্শকদের জন্য ছবি তৈরি হয়। আমার মনে হয় না সেখানে রাজনীতির কোনো ঠাঁই আছে। এপার বাংলায় কাজের কথা চলছে। ওপার বাংলায়ও বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে। সিরিজ ও সিনেমা, দুই-ই।ছবিতে রাজি হওয়ার বিশেষ কারণও জানান চঞ্চল। তার কাছে গ্রাম বরাবরই টানে। বলেন, বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন ছবিতে মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই ছবি করতে গিয়ে আমি বারবার পিছন ফিরে তাকিয়েছি।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’-এর অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ ছবিটি।বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রায়, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চেপে ছুটে চলছেন চঞ্চল চৌধুরী।দৃশ্যত এই দৃশ্যটিই এখন কলকাতার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর আগামী ছবি ‘শিকড়’। এই ছবির শুটিং চলছে বোলপুরের মোহনপুরে।এতে বাবা-ছেলের এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হবে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের বহু মিল রয়েছে। কারণ এই চরিত্রে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত। যিনি সমস্ত কিছু ভুলে যান। চঞ্চল চৌধুরীর বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।ভোরের আকাশ/তা.কা
চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে গত ২৩ জুন সকালে জাহির ইকবালের সঙ্গে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন তিনি। বিয়ের ছয় মাস না হতেই চর্চা হতে থাকে অন্তঃসত্ত্বা এ অভিনেত্রী।এবার বিষয়টি নিয়ে চরম সত্যি জানালেন সোনাক্ষী সিনহা। কিছুদিন আগের কথা। একটি ক্লিনিকের বাইরে স্বামী জাহিরের সঙ্গে দেখা যায় তাকে। সেখান থেকেই তার অন্তঃসত্ত্বার গুঞ্জনের শুরু হয়।বলিউডে যেন খুশির হাওয়া বইছে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের ঘরে নতুন অতিথির আগমন নিয়ে জল্পনার মাঝেই এবার আলোচনার কেন্দ্রে এসেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এই তারকা দম্পতিও কি এবার মা-বাবা হতে চলেছেন? বলিপাড়ায় এখন এই গুঞ্জনই মুখর।আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। লাল রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী। তবে সবার নজর কাড়ে তার ওড়না। কাঁধ থেকে ওড়নাটি এমনভাবে নেমে এসেছিল যে, অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন।জাহিরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রীর হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা, সোনাক্ষী ওড়না দিয়ে তার ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এমনকি ছবি তোলার সময়ও সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।তবে এই গুঞ্জন কানে গিয়েছে সোনাক্ষীরও। এবার তিনি নিজেই জবাব দিলেন এসব জল্পনার। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই মুহূর্তে এসব ভুল চর্চা থেকে নিজেকে দূরে রাখার উপায় খুঁজে পেয়েছেন।সোনাক্ষী বলেন, এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিজীবনে খুব ভালো আছি। তাই এখন এসব গুজবে কান দেব না। যখন আবার কাজে ফিরব, তখন এসব বিষয় নিয়ে কথা বলব। তার আগে নয়।ভোরের আকাশ/তা.কা
গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে নেমে এসেছে উদ্বেগ ও বিষাদের ছায়া। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।এক পোস্টে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে নিজের গভীর কষ্টের কথা প্রকাশ করেন শাবনূর। তিনি লেখেন, বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।চলচ্চিত্রের বাইরে ইলিয়াস কাঞ্চনের জনকল্যাণমূলক কাজের কথাও তুলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শাবনূর আরও লেখেন, তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।অসুস্থ অভিনেতার প্রতি শুভ কামনা জানিয়ে শাবনূর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের এই নায়ক। গত কয়েক মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি 'নিরাপদ সড়ক চাই' (নিসচা)-এর পক্ষ থেকে তার অসুস্থতার খবর নিশ্চিত করা হয়। বর্তমানে তার অস্ত্রোপচার পরবর্তী থেরাপি চলছে। সহকর্মী ও ভক্তরা সবাই কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করছেন।ভোরের আকাশ/তা.কা
বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান।‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে।২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়।এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।ভোরের আকাশ/তা.কা