বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বৈঠক শুরু
চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে মুখোমুখি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার যুক্তরাজ্যের ল্যাঞ্চেস্টার হাউজে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন উভয় দেশের শীর্ষ বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী হে লিফেং। আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে কয়েক বছর ধরে চলমান পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটেই নতুন করে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রে রয়েছে।
বৈঠকে চীনের বিরল খনিজ রপ্তানি এবং আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি, কম্পিউটার চিপসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের প্রবেশাধিকার নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করছে।
উল্লেখযোগ্যভাবে, গত মাসে দুই দেশ সীমিত পরিসরে শুল্ক আরোপ স্থগিত করতে সম্মত হয়েছিল। তবে এরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে।
বৈঠকের পূর্বপ্রসঙ্গে উল্লেখ করা যায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপে উষ্ণতা দেখা যায়। ট্রাম্প সেই আলোচনাকে ‘খুবই ভালো’ বলে আখ্যায়িত করেন এবং উভয় নেতা পরস্পরের দেশে সফরের আগ্রহ প্রকাশ করেন।
এর আগে গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে শুল্ক হ্রাসে কিছু অগ্রগতি হলেও চীনের খনিজ সম্পদ ও চুম্বক রপ্তানির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সে কারণেই লন্ডনের এই বৈঠকে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই আলোচনার সফলতা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ।।হ.র
সংশ্লিষ্ট
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড বোমা কিট ও সংশ্লিষ্ট সহায়তার বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্র সরবরাহ ইসরায়েলের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, ইসরায়েল ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট পাবে, যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহার হয়। এর পাশাপাশি ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জেডিএএম কিটও ইসরায়েলের হাতে থাকবে, যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হবে। এছাড়াও থাকবে প্রকৌশল, সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা।মার্কিন কর্তৃপক্ষ বলেছে, “এই বিক্রয় প্রস্তাব ইসরায়েলকে তাদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি রক্ষায় আরও কার্যকর করতে সাহায্য করবে।”তবে এই অনুমোদন আসে এমন এক সময় যখন ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এপর্যন্ত ইসরায়েলের হামলায় ৫৬ হাজার ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।শুধু সোমবার দিনেই ইসরায়েলি বিমান ও কামান হামলায় কমপক্ষে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার লক্ষ্য ছিল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলসহ জনবহুল এলাকা।গাজার এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা তীব্র হচ্ছে। অনেক সমালোচক এই পদক্ষেপকে যুদ্ধাপরাধের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৈতিক সংশ্লিষ্টতার সমতুল্য বলছেন।২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে গাজার গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে।ভোরের আকাশ//হ.র
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় নির্ধারিত সাক্ষ্যগ্রহণ বাতিল করেছে জেরুজালেম জেলা আদালত। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে, যা প্রমাণিত হলে তাকে কারাদণ্ড দেয়া হতে পারে।রোববার (২৯ জুন) ইসরায়েলি দৈনিক ইদিওথ আহারনোথের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। আদালতের রুদ্ধদ্বার শুনানির পর নেতানিয়াহুর অনুরোধে সাক্ষ্যগ্রহণ আপাতত স্থগিত করা হয়। আদালত জানায়, “নেতানিয়াহুর পক্ষ থেকে পূর্বের তুলনায় নতুন গুরুত্বপূর্ণ তথ্য ও পরিবর্তন এসেছে, তাই আমরা আংশিকভাবে তার আবেদন মঞ্জুর করছি।”শুনানিতে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান শ্লোমি বিন্ডার এবং গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বারনিয়া। নেতানিয়াহু তার ট্রায়ালের শুনানি দুই সপ্তাহ পিছানোর আবেদন করলেও, অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ পর্যাপ্ত কারণ উল্লেখ ছিল না।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি এই বিচারকে নেতানিয়াহুর বিরুদ্ধে “ডাইনি শিকার” হিসেবে উল্লেখ করেছেন।নেতানিয়াহু বর্তমানে তিনটি মামলায় অভিযুক্ত—কেস ১০০০, ২০০০ এবং ৪০০০—যেগুলো ২০১৯ সালের নভেম্বর মাসে জমা দেওয়া হয় এবং ২০২০ সালের মে থেকে বিচার কার্যক্রম শুরু হয়। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম বর্তমান প্রধানমন্ত্রী, যিনি ফৌজদারি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন।তবে শুধু দুর্নীতির অভিযোগ নয়, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগেও নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চল থেকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অন্তত ৫৬,৫০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর বিচার রাজনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।ভোরের আকাশ//হ.র
উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলীয় হাওয়াইদ মরুভূমিতে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার সকালের দিকে ঘটে।স্থানীয় দৈনিক আলরাকোবার প্রতিবেদনে জানা গেছে, খনির একটি অংশে বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়ে শ্রমিকরা আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকেরা উদ্ধারকাজ শুরু করলে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধারকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আটকা পড়াদের সবাই নিহত হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, খনিতে শ্রমিকদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া দুই মাস আগে একই স্থানে একটি ধস নেমেছিল, কিন্তু সে সময় কোনো প্রাণহানি ঘটেনি।সুদান বিশ্বের অন্যতম বড় স্বর্ণ রপ্তানিকারী দেশ হলেও বেশিরভাগ খনিতে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, যা আন্তর্জাতিক মহলে সুদান সরকারের ব্যাপক সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সিভোরের আকাশ//হ.র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি টিকটক বিক্রির জন্য ‘অত্যন্ত ধনী’ এক ক্রেতার সন্ধান পেয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।রোববার (৩০ জুন) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের কাছে টিকটকের জন্য একজন সম্ভাব্য ক্রেতা রয়েছে, তবে বিক্রি করতে হলে চীনের অনুমতি প্রয়োজন হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো সেই অনুমতি দেবেন।” তিনি আরও জানান, এই ক্রেতারা মূলত ধনী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি দল, তবে কোনো বড় প্রযুক্তি কোম্পানির নাম উল্লেখ করেননি।টিকটকের মার্কিন শাখার সম্ভাব্য বিক্রির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ, যা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০২৪ সালে দ্বিদলীয় সমর্থনে একটি আইন পাস করার মাধ্যমে জোরালো করেছে। আইন অনুযায়ী, যদি চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মার্কিন অংশ বিক্রি না করে, তবে পুরো অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।মার্কিন সুপ্রিম কোর্ট ২০২৫ সালের জানুয়ারিতে এই আইন বৈধ ঘোষণা করে। এরপর ট্রাম্প ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৯০ দিন বাড়ান। বর্তমানে টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর সেবা প্রদান করছে।সূত্র: বার্তাসংস্থা আনাদোলুভোরের আকাশ//হ.র