সংগৃহীত ছবি
পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক) পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, কেউ বলল করব, কেউ বলল করব না; অর্থাৎ একপর্যায়ে বলবে, এ কারণে নির্বাচন হচ্ছে না। সুতরাং আরো কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, পিআর জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দেওয়া শেখাতে হবে। এরপর পিআর পদ্ধতির বিষয়টি আসবে। শেখ হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও লাভ হয়নি। সেভাবে জনগণ পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ভোটের জন্য বিএনপি প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে।
তিনি আরও বলেন, একটি পরগাছা দল বর্তমানে এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে। সবাইকে ফ্যাসিস্টের মত আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, খালেদা জিয়া সনদ স্বাক্ষরের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং এটি দেশের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন।জাতীয় সংসদ ভবনে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এদিন বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার সহকারী মুনির হায়দার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।তিনি আরও জানান, খালেদা জিয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে সালাম জানিয়েছেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের কাছে পৌঁছে দেওয়া হয়।ভোরের আকাশ//হর
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রস্তুত। তিনি বলেন, “আমরা সংঘর্ষ চাই না, কিন্তু কেউ যদি নির্বাচন ঠেকানোর চেষ্টা করে, তা সহজে মেনে নেওয়া হবে না।”বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল—গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা।ফারুক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, সেই আশ্বাস বাস্তবে রূপ নিক। কেউ যেন সেই পথে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।”তিনি আরও যোগ করেন, “আপনারা ১৮ কোটি মানুষের সঙ্গে আছেন। তাই বিদেশি চাপ বা ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করুন।”বিএনপির দীর্ঘ রাজনৈতিক লড়াই তুলে ধরে ফারুক বলেন, “বিএনপি কোনো ছোট দল নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের এই দল ফ্যাসিস্ট শাসনের সময় ১৬ বছর রাস্তায় আন্দোলন করেছে। আমাদের নেতাকর্মীরা পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছে, জীবিকা চালাতে রিকশা চালিয়েছে। আজ যদি কেউ নির্বাচনের নামে নতুন করে ষড়যন্ত্র করে, আমরা তা প্রতিহত করার মতো সাহস রাখি।”তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের মাত্র তিন মাস বাকি থাকতে এমন কিছু ঘটছে, যা ভোট প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই এখন থেকেই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।”গণতন্ত্রের সহযোগীদের উদ্দেশে ফারুক বলেন, “যারা আমাদের বন্ধু, যারা গণতন্ত্রের জন্য লড়েছেন—তাদের বলব, এমন কোনো কাজ করবেন না যাতে নির্বাচন বানচালের দায় আপনাদের ঘাড়ে পড়ে।”বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্য উদ্ধৃত করে ফারুক বলেন, “আমরা এমন কোনো কাজ করতে চাই না, যাতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্ত বৃথা যায়, কিংবা প্রতিবেশী ভারত যেন আবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ না পায়।”সাবেক এই চিফ হুইপ অভিযোগ করে বলেন, “যারা ১৬ বছর দেশকে গুম-খুনের রাজনীতিতে নিমজ্জিত করেছিল—চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ বহু নেতাকে গুম করেছে—তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। বর্তমান সরকারও গত এক বছর চার মাসে কতজনকে গ্রেপ্তার করেছে, জনগণ তা জানতে চায়।”সরকারের উদ্দেশে তিনি বলেন, “আর দেরি নয়, দ্রুত জাতীয় নির্বাচন দিন। সংখ্যাগরিষ্ঠতা পেলে নতুন সরকার গঠন করে আমরা গুম-খুনের সঙ্গে জড়িতদের এবং বিচারব্যবস্থা ধ্বংসকারীদের বিচারের আওতায় আনব।”নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বাদল সরকার। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, দলের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।ভোরের আকাশ//হর
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারি মাসের পর পিছিয়ে দেওয়া যাবে না। এই সময়ের মধ্যেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের জনগণ কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব সহ্য করবে না।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার চাই” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ পিপলস ফোরাম।দুদু বলেন, “বর্তমান সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমি তাদের সমালোচনা করতে চাই না। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন স্বৈরাচার পতিত হয়েছে, তার অর্থ—জনগণ গণতন্ত্র চেয়েছে। যদি এই সরকার সেই প্রত্যাশা বুঝতে না পারে, তবে দেশ ও গণতন্ত্র উভয়েরই ক্ষতি হবে।”তিনি বলেন, “১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর মাত্র তিন মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ নির্বাচন সম্পন্ন করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিলেন। সেটিই প্রমাণ করে, এমন পদক্ষেপ সম্পূর্ণ সম্ভব। তাই এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “যদি মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, তাহলে তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। দেশের জনগণ বিলম্ব বা ভিন্নতা মেনে নেবে না।”ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন — এটি এক বিরল ঘটনা। খুনিকে, গণতন্ত্র ধ্বংসকারীকে, রাষ্ট্রের অর্থ লুটকারীদের কেউ আশ্রয় দেয় না। পৃথিবীর ইতিহাসেও এমন উদাহরণ বিরল।”তিনি তুলনা টেনে বলেন, “ইরানের শাহ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিলেন, তবুও পতনের পর যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি। শ্রীলঙ্কার পতিত প্রেসিডেন্টও ভারতের আশ্রয় পাননি, ব্যাংককে যেতে হয়েছিল তাকে। অথচ শেখ হাসিনা ভারতের আশ্রয় পেয়েছেন। এই বিষয়ে বাংলাদেশের জনগণের প্রশ্নের জবাব ভারত কীভাবে দেবে—তা দেখার বিষয়।”গণতন্ত্র প্রসঙ্গে দুদু বলেন, “বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। তাই এই জাতি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। সরকারকে বুঝতে হবে, সময় নষ্ট করার সুযোগ নেই।”তিনি আরও বলেন, “সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু জনগণের মনে প্রশ্ন—সত্যিই কি হবে? সরকারের আচরণ, বক্তব্য ও চলনবলন থেকেই এ সংশয় সৃষ্টি হয়েছে। তাই এখনই কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।”সতর্ক করে দুদু বলেন, “নির্বাচনে বিলম্ব বা অনিশ্চয়তা দেখা দিলে একদিন এই সরকারকে ইতিহাসের বিচারের মুখোমুখি হতে হবে।”তিনি আরও অভিযোগ করেন, “দেশে গণতন্ত্রকে বিপন্ন করতে দেশি-বিদেশি নানা শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে। কেউ রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। যারা এসব করছে, তারা মুখে ভালো কথা বললেও উদ্দেশ্য অন্য।”ছাত্রদলের সাবেক এই সভাপতি প্রশ্ন রাখেন, “একটি নির্বাচিত সরকারের কাজ কি কোনো অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব?”দুদু বলেন, “ড. ইউনুসকে বিএনপিসহ সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, কারণ এই সরকার স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণের সেতু। তাই সব দলেরই সমর্থন আছে। তবে কেউ যদি ষড়যন্ত্র করে এই সরকারকে পতনের মুখে ঠেলে দিতে চায়, সে ষড়যন্ত্রের অগ্রভাগে থাকবে পতিত আওয়ামী লীগ।”তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি। শেখ মুজিব আমলে সাড়ে তিন বছরে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আজ তার কন্যাও একই পথে হাঁটছেন।”আওয়ামী লীগের উদ্দেশ্যে দুদু বলেন, “গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, লুটপাট করা অর্থ ফেরত দিন। সাধারণ মানুষের কষ্টার্জিত সেই টাকা চুরি করেছেন আপনারা। এখন তা ফেরত দিয়ে বিচারের মুখোমুখি হন। প্রয়োজনে ফাঁসির দণ্ডও প্রাপ্য।”সবশেষে তিনি বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করি।”সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাইন উদ্দিন মজুমদার। এতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, ডেমোক্র্যাটিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ডিলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, মনোয়ার হোসেন বেগ, ছাত্রনেতা রফিকুল ইসলাম বিবি মাসুম এবং কৃষকদল নেতা মো. শাহিন মোল্লা।ভোরের আকাশ//হর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের নেতারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন।তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ