ফাইল ছবি
ইসরায়েলের দফায় দফায় হামলা ও খাদ্য সহায়তার প্রবেশ ঠেকিয়ে রাখার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় সেখানে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৫ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে রয়েছে দুধের অভাবে প্রাণ হারানো মাত্র ছয় সপ্তাহ বয়সী এক শিশু। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রকাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে জানা গেছে, অনাহারে মারা যাওয়া ছয় সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির। তার মৃত্যু হয় দুধের অভাবে। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বাজারে কোথাও দুধ নেই, আর পাওয়া গেলেও একটি ছোট টিনের কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত।
আল জাজিরা বলছে, মঙ্গলবার না খেয়ে মৃত্যুবরণকারী অন্যদের মধ্যে আরও তিন শিশু রয়েছে। তাদের একজন ছিল ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান। তার মৃত্যু হয় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০১ জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। এর মধ্যে ৮০ জনই শিশু। আর অধিকাংশ মৃত্যুই হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।
প্রসঙ্গত, ইসরায়েল গত মার্চ মাসে গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিলে খাদ্য মজুত ফুরিয়ে যায়। পরে মে মাসে সীমিত আকারে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মূলত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি মার্কিন-ইসরায়েল সমর্থিত সংস্থার মাধ্যমে বিতরণ হয়। এতে জাতিসংঘের কোনও ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এই সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি জায়গায় সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে মে মাসের পর থেকে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
চলতি বছরের ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু করবে ভারত।বুধবার চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ কথা জানিয়েছে।পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো উভয় দেশ তাদের তিক্ত সম্পর্ক মেরামতের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন।২০২০ সালে বিতর্কিত হিমালয় সীমান্তে সামরিক সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এর প্রতিক্রিয়ায় ভারত চীনা বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করে, শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রীদের রুট বন্ধ করে দেয়।কোভিড-১৯ মহামারীর কারণে চীন প্রায় একই সময়ে ভারতীয় নাগরিক এবং অন্যান্য বিদেশিদের ভিসা স্থগিত করে, কিন্তু ২০২২ সালে শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করার সময় এই বিধিনিষেধ তুলে নেয়।ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা এই বছরের মার্চ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। উভয় দেশ সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছিল।সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছে, গত বছর বেশ কয়েকটি উচ্চ-স্তরের বৈঠক হয়েছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাও হয়েছে।চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরুর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার (২৩ জুলাই) বলেছেন, বেইজিং এই ইতিবাচক পদক্ষেপটি লক্ষ্য করেছে।তিনি বলেন, 'চীন ভারতের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে ব্যক্তিগত আদান-প্রদানের স্তর ক্রমাগত উন্নত করতে প্রস্তুত।'ভারত ও চীনের ৩৮০০ কিলোমিটার সীমান্ত আছে। ১৯৫০ সাল থেকে সীমান্ত নিয়ে বিতর্ক - পরবর্তীতে ১৯৬২ সালে দুই দেশ একটি সংক্ষিপ্ত, কিন্তু নৃশংস সীমান্ত যুদ্ধে জড়ায়।চলতি মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, উভয় দেশকে তাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সীমান্ত বিরোধ নিরসন করতে হবে, সৈন্য প্রত্যাহার করতে হবে।ভোরের আকাশ/জাআ
ইসরায়েলের দফায় দফায় হামলা ও খাদ্য সহায়তার প্রবেশ ঠেকিয়ে রাখার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় সেখানে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৫ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে রয়েছে দুধের অভাবে প্রাণ হারানো মাত্র ছয় সপ্তাহ বয়সী এক শিশু। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রকাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে জানা গেছে, অনাহারে মারা যাওয়া ছয় সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির। তার মৃত্যু হয় দুধের অভাবে। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বাজারে কোথাও দুধ নেই, আর পাওয়া গেলেও একটি ছোট টিনের কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত।আল জাজিরা বলছে, মঙ্গলবার না খেয়ে মৃত্যুবরণকারী অন্যদের মধ্যে আরও তিন শিশু রয়েছে। তাদের একজন ছিল ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান। তার মৃত্যু হয় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০১ জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। এর মধ্যে ৮০ জনই শিশু। আর অধিকাংশ মৃত্যুই হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।প্রসঙ্গত, ইসরায়েল গত মার্চ মাসে গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিলে খাদ্য মজুত ফুরিয়ে যায়। পরে মে মাসে সীমিত আকারে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মূলত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি মার্কিন-ইসরায়েল সমর্থিত সংস্থার মাধ্যমে বিতরণ হয়। এতে জাতিসংঘের কোনও ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এই সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি জায়গায় সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে মে মাসের পর থেকে।ভোরের আকাশ/এসএইচ
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার (২১ জুলাই) পদত্যাগ করেছেন।সোমবার রাতে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে জগদীপ ধনখড় উল্লেখ করেছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় উল্লেখ করেছেন, স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।তিনি জানান, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। উল্লেখ্য, ৭৪ বছর বয়সী ধানখড় ২০২২ সালের আগস্টে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ
ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ‘গুরুতর’ ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল সোমবার এ কথাগুলো বলেন।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপাতত, (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে। কারণ, হ্যাঁ, ক্ষয়ক্ষতিগুলো গুরুতর।’পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না। কারণ, এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন।’এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে ‘জাতীয় গর্বের’ উৎস বলেও চিহ্নিত করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে যেকোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে।সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, হামলার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আব্বাস আরাগচি ফক্স নিউজকে বলেন, তাঁর কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘আমাদের পারমাণবিক পদার্থ, আমাদের সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে, তা মূল্যায়ন করার চেষ্টা করছে।’ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত ২২ জুন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্যে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাও রয়েছে।ইরানের পরামাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সামরিক সমাধান নেই, বলেন আব্বাস আরাগচি। ফক্স নিউজকে তিনি বলেন, ‘হ্যাঁ, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘এখনো সেখানে (ইরানে) প্রযুক্তি রয়েছে। আমাদের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে।’পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এমন একসময় এল, যখন আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তেহরান।আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি জবাব, ‘আমরা আলোচনার পথ উন্মুক্ত রেখেছি; কিন্তু এখনই সরাসরি আলোচনা নয়।’এদিকে আরাগচির মন্তব্যের জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি যেমনটা বলেছি, প্রয়োজন হলে আমরা আবারও (হামলা) করব।’ভোরের আকাশ/জাআ