ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ী হত্যার ঘটনার পর বিএনপিকে ঘিরে বিভিন্নস্থানে বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান কর্মসূচি ও মিছিল করেন তারই প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সমর্থনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, “দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বিএনপির গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”তারা আরও বলেন, “এই ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। জনগণ এই অপকৌশল কখনো মেনে নেবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিমসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০১:১০ পিএম
জাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী মাওলানা মহিবুল্লাহ মনোনীত
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানপুর ইউনিয়নে শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার মাঠে জাহানপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জাহানপুর ইউনিয়নের গর্বিত সন্তান ও খ্যাতনামা শিক্ষাবিদ মাওলানা মো. মহিবুল্লাহ।এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আমির মাওলানা ফরহাদ হোসাইন, চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ, মো. হাসনাইন, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, মো. আল-আমিন এবং মাওলানা মো. জিয়াউর রহমানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের কর্মীরা।আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহ নির্বাচন করবেন।তিনি বলেন, “জনগণের সার্বিক কল্যাণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাওলানা মহিবুল্লাহকে প্রার্থী করেছি এবং আশা করি, ইউনিয়নের জনগণের সহযোগিতায় তিনি একটি উন্নয়নমুখী ও কল্যাণকামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।”সভায় উপস্থিত সবাই মাওলানা মহিবুল্লাহর প্রার্থিতা সমর্থন করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ভোরের আকাশ/এসএইচ
১২ জুন ২০২৫ ১০:১৪ এএম
মানুষের ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে: নুরুল ইসলাম নয়ন
আল্লাহর রহমত এবং দেশের মানুষের অগাধ ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, বাংলার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে এটা এখন সময়ের অপেক্ষা মাত্র।রোববার (৮ জুন) দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।সভায় তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে।নয়ন বলেন, অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠিত হবে।চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়ন বলেন, আপনারা আমাদের আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন। আর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। তবে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে, আইনের মাধ্যমেই তাকে প্রতিহত করা হবে—এটাই আমাদের পথ।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম সোহেল, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ স্থানীয় অনেক নেতাকর্মী।পথসভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন নদীভাঙন কবলিত চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট এলাকা পরিদর্শন করেন।পরে তিনি শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে গিয়েও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুন ২০২৫ ০৭:৫৬ পিএম
জুলাই আন্দোলনের ১৩ শহীদ পরিবারকে বিএনপির আর্থিক অনুদান
ভোলার চরফ্যাশনে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১৩ পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই অনুদান বিতরণ করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ।এতে আরও উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক নেতা ফিরোজ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু সাজি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ প্রমুখ।অনুদান গ্রহণ করতে আসা শহীদ ফজলুর পিতা আমিনুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফজলু ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তাকে হারিয়ে আমরা দিশেহারা। ঈদের আগে বিএনপির দেওয়া এই সহযোগিতা আমাদের মতো অসহায় পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে কোনো খোঁজ কেউ নেয়নি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, এই শহীদ পরিবারগুলো শুধু বিএনপির নয়, পুরো জাতির সম্পদ। যে কোনো প্রয়োজনে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ শহীদদের ‘বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চরফ্যাশনের ১৩ জন তরুণ প্রাণ হারিয়েছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা এই পরিবারগুলোর পাশে থাকব এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাব। শহীদ পরিবারগুলোর পাশে থেকে ভবিষ্যতেও বিএনপির সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ