সংশ্লিষ্ট
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকে গতকাল অংশ নেয়নি জামায়াত ইসলামী। এই অংশ না নেয়াকে রাজনীতির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকগন। অনেকেই বলছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে অসন্তোষ রয়েছে জামায়াতের। আবার অনেকে বলছেন,নিরপেক্ষতার প্রশ্ন তুলে সরকারকে চাপে রেখে নিজেদের হিসাব-নিকাশ বুঝে নিতে চায়। অনেকের ধারণা এটি সরকার ও জামায়াতের বিশেষ কোনো কৌশলও হতে পারে।জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দৈনিক ভোরের আকাশকে বলেন, আমরা আজকের সংলাপে অংশ নেয়নি। অংশ নেবে কি না সে বিষয়ে দলের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিস্তারিত ব্যাখ্যা দেবেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম দৈনিক ভোরের আকাশকে বলেন, বৈঠকে না যাওয়া নিয়ে নানা কারণ থাকতে পারে। নির্দিষ্ট করে বলাটা কঠিন। তবে, লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে সরকার যে একটি দলকে বেশি প্রাধান্য দিচ্ছে সেটি পাবলিকলি প্রমাণের দরকার ছিল না। সেটি পাবলিখলি হয়ে গেছে। যা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারে। জামায়াত হয়তো সেই জায়গা থেকে ভেবে বৈঠকে অংশ নেয়নি।তিনি বলেন, ওই বৈঠকের পর যে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে সেখানেও কিছুটা হলেও ভাঙন ধরেছে। যদিও বিএনপি সবচেয়ে বড় দল। তারপরও বিষয়টি অনেকেই ভালোভাবে নেয়নি। সরকার এ বিষয়েটিতে আরো কৌশলী হয়ে সামলাতে পারতো।এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা আজ বুধবার বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে মঙ্গলবার কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির নিয়ে জামায়াত ও এনসিপি’র উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। এটা সব দেশেই আছে।জানা গেছে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের মুলতবি বৈঠক শুরু হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সেসব প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে গত ২ জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরের ৩ জুন দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।তিনটি বিষয়ে (সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব) আলোচনার পর ওই দিন অধিবেশন মুলতবি করা হয়। সেই মুলতবি বৈঠক গতকাল শুরু হলেও হয়েছে। সেখানে অংশ নেয়নি জামায়াত ইসলামী।অনেকেই বলছেন, নিরপেক্ষাতার প্রশ্ন তুলে সরকারকে চাপে রেখে দাবি-দাওয়া আদায় করতে চায় জামায়াত। এছাড়া নিজেদের দলের অবস্থান জানান দেওয়ারও বিষয়ও এখানে রয়েছে। আবার কেউ মনে করছেন, এটি সরকার ও জামায়াতের বিশেষ কৌশল হতে পারে। তারা বলছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয় এবং গত ২০ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে কমিশন। গত ১৯ মে পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আলোচনা করেছে কমিশন। সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ৩ জুন।ভোরের আকাশ/এসএইচ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ ছাড়া মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ২৪৪ জন। মারা গেছেন তিনজন। চলতি বছরের ১৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ছয় হাজার ৪৬৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৩০ জন মারা গেছে।মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ জন, ময়মনসিহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন রয়েছেন।২৪ ঘণ্টায় ২০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট পাঁচ হাজার ৬৯৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।কুমিল্লায় ডেঙ্গুতে মৃত্যু তিন : জেলার দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বেড়েই চলছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে দু’টি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার।পৌর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, দাউদকান্দি পৌরসদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে দ্রুত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, নারী-শিশু ও বৃদ্ধারা রয়েছেন।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেছেন, জুন মাসের শুরু থেকে এই পর্যন্ত হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়াও উপজেলার বেসরকারি হাসপাতাগুলোতে ২৫৮ জন রোগী চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু রোগীদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেছেন, পৌরসভার পক্ষ থেকে দু’টি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। প্রতিদিন ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন কর্মসূচি নেয়া হয়েছে। প্রতিদিন ফ্রগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করা হচ্ছে।ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা মন্ত্রণালয়ের চিঠি : দেশের যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেসব এলাকায় কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার।চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় বিশেষ করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল, বরগুনাসহ যেসব এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে সেখানে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতাকরণ, জলাবদ্ধতা দূরীকরণ জরুরি।এছাড়া, এ বিভাগের অধীন তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার-প্রচারণাসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য। এসব বিভাগের আওতাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে শূন্য পদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা প্রয়োজন।ভোরের আকাশ/এসএইচ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করায় পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন আসিফ মাহমুদ।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে সাংবাদিক ও তার সমর্থকদের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠের সময় এ মন্তব্য করেন তিনি।ইশরাক বলেন, আসিফ মাহমুদ দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, উপদেষ্টার এই কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।তিনি অভিযোগ করেছেন, বিজয়ী প্রার্থীর গেজেট হলে পরাজিত প্রার্থী বা যেকোনো নাগরিককে আসিফ মাহমুদের মতো ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য রিট মামলা দায়ের করাবেন। রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লেখিত মেয়াদ এর মধ্যে শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।ভোরের আকাশ/এসএইচ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবো। আপাতত পর্যবেক্ষণ করছি ইরান-ইসরায়েল যুদ্ধটা যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেশার পড়বে। যুদ্ধটা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলে নাই।মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, যদি এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ে, তবে আমরা আমাদের পরিকল্পনায় এটি বিবেচনা করব। সৌভাগ্যবশত, আজ আমরা যে এলএনজি আমদানি প্রস্তাবটি অনুমোদন করেছি তা পুরোনো দামেই। আমরা ভাগ্যবান যে এটি আগের হারে পাচ্ছি।বাণিজ্যের ওপর বর্তমানে কোনো প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, বর্তমানে বাণিজ্যের ওপর কোনো প্রভাব পড়ছে না।ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আজ এলএনজি ও সার আমদানির অনুমোদন দিয়েছি। যুদ্ধে যদি পরিস্থিতির অবনতি হয়, তখন নতুন আমদানিতে প্রভাব পড়তে পারে। তবে আমাদের ধারণা, এই যুদ্ধ খুব বেশি দিন চলবে না।ভোরের আকাশ/এসএইচ
বিএনপি ক্ষমতায় গেলে দ্রুততম সময়ের মধ্যে কালশি গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর পল্লবীতে কালশি গণহত্যায় বিচারহীনতার প্রতিবাদে এবং সাবেক ফ্যাসিস্ট এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা জুয়েল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।সমাবেশে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন কালশি ট্রাজেডিটে ফ্যাসিস্টদের দেয়া আগুনে স্বজন হারায় কিশোরী ফারজানা।এ সময় আমিনুল হক বলেন, ইতিহাসের এই নৃশ্যংসতম গণহত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে স্বজন হারানো ফারজানার পড়াশোনাসহ সকল দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন তিনি।তিনি বলেন, বিহারী নেতাদের নামে ষড়যন্ত্রমূলকভাবে গাইবি মামলা দেয়া হয়েছিল। স্বৈরাচার পালানোর পরও ভূমি দস্যুরা একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জন্য বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।বিহারী নেতা সাদাকাত খান ফাক্কু বলেন, ২০১৪ সালের ১৪ জুন আমাদের ক্যাম্পের একটি বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে আগুন দেয়া হয়। সেই আগুনে পুড়ে ফারজানার পুরো পরিবার মারা যায়। ফারজানার শরীরও ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক ছিল। এই ঘটনার বিচার চাইতে গিয়ে তার বাবা ইয়াসিনকেও হত্যা করা হয়।এ সময় গণহত্যার সাথে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ ও পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা জড়িত বলে অভিযোগ করেন তিনি।সমাবেশে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, উর্দুভাষীদের সংগঠন ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খান ফাক্কু, পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ আরো অনেকে।ভোরের আকাশ/এসএইচ
শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৪৫ রানে পড়ে যায় বাংলাদেশের তিন উইকেট। তবে এরপরই দৃশ্যপট বদলে দেন দুই অভিজ্ঞ ব্যাটার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা দুর্দান্তভাবে শেষ করেছে টাইগাররা। ৯০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২। শান্ত খেলছেন ২৬০ বলে ১৩৬ রানে, আর মুশফিক ১৮৬ বলে অপরাজিত ১০৫ রানে।শান্তর ষষ্ঠ, মুশফিকের ১২তম শতক : চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুলেছেন দুই অভিজ্ঞ ব্যাটার। শান্ত তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, গলে এটি তার প্রথম শতক। অন্যদিকে, ব্যাটে দীর্ঘসময় রানখরা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মুশফিক। এটি তার ১২তম টেস্ট সেঞ্চুরি বাংলাদেশের পক্ষে মুমিনুল হক ছাড়া (১৩টি) আর কারোর এত শতক নেই।সেঞ্চুরি উদযাপনের মুহূর্ত : শান্ত যখন প্রভাত জয়সুরিয়ার বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করলেন, প্রান্ত বদলের সময় মুশফিকও তাকে জড়িয়ে ধরে উদযাপন করেন। এরপর মুশফিকের শতক আসে কিছুটা নাটকীয়তায় আশিতা ফার্নান্ডোর বলে ইনসাইড এজ হয়ে যাওয়া বল উইকেট মিস করে গেলে দ্রুত ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।ধসে পড়া শুরু, ঘুরে দাঁড়ানো : দলীয় ৩৫ রানেই নেই তিন উইকেট। এনামুল হক বিজয় শূন্য রানে, মুমিনুল ২৯ রানে ও সাদমান ১৪ রানে বিদায় নেন। কিন্তু তারপর শান্ত-মুশফিক জুটি এতটাই দৃঢ় ছিল যে পুরো দ্বিতীয় সেশন থেকে দিনের খেলা শেষ পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি। তাদের পারস্পরিক বোঝাপড়া, স্ট্রাইক রোটেশন, প্রয়োজন মতো বাউন্ডারি সবমিলিয়ে ছিল ক্লাসিকাল টেস্ট ব্যাটিংয়ের এক দুর্দান্ত প্রদর্শনী।শান্ত-মুশফিক জুটির অগ্রগতি ধাপে ধাপে : ৩১.৪ ওভার : দলীয় ১০৪/৩ (শান্ত ২৬*, মুশফিক ৩৩*)৪৭.৫ ওভার : ১৪৭/৩, চতুর্থ উইকেটে শতরানের জুটি৫৮ ওভার (চা বিরতি) : ১৮২/৩ (শান্ত ৭০, মুশফিক ৬৬)৭৪.৩ ওভার : ২৩৯/৩, শান্ত ১০১*, মুশফিক ৮৭*৯০ ওভার (শেষ) : ২৯২/৩, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*একাদশ ও গুরুত্বপূর্ণ অনুপস্থিতি : এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই অসুস্থ মেহেদী হাসান মিরাজ। পেসার ইবাদতও দলে নেই। বাংলাদেশের বোলিং ইউনিটে আছেন চারজন বিশেষজ্ঞ বোলার নাহিদ রানা, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। গল টেস্টের প্রথম দিনটা নিঃসন্দেহে ছিল বাংলাদেশের। শান্ত-মুশফিকের ব্যাটে ভর করে একটি বড় সংগ্রহের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আজ দ্বিতীয় দিনে তারা যদি জুটি আরও বড় করতে পারেন, তাহলে শ্রীলঙ্কার জন্য ম্যাচে ফিরতে হবে অনেক চ্যালেঞ্জ পেরিয়ে। গলের টার্নিং উইকেটে শান্ত-মুশফিকের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি শুধু বাংলাদেশের ইনিংসকেই গুছিয়ে দেয়নি, বরং ম্যাচের দৃশ্যপটটাই বদলে দিয়েছে। চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটি। শান্ত ইনিংসটি গড়েছেন ১৪টি চার ও ১টি ছক্কায়, অন্যদিকে মুশফিকের ইনিংসে ছিল ৯টি চারের মার। দ্বিতীয় সেশন থেকে শ্রীলঙ্কান বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন। জয়সুরিয়া, ধনঞ্জয় কিংবা থারিন্দু কেউই উইকেট থেকে সহায়তা পাননি শান্ত-মুশফিকের পরিণত ব্যাটিংয়ের সামনে। শান্ত ধারাবাহিকতায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন, আর মুশফিক দীর্ঘ রানখরা কাটিয়ে সেঞ্চুরিতে ফিরে দিয়েছেন চুপিসারে জবাব। দ্বিতীয় দিনের শুরুতে এই জুটি যদি আরও কিছুক্ষণ উইকেটে টিকে থাকতে পারে, তাহলে বড় স্কোর করে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের করে নিতে পারে বাংলাদেশ।ভোরের আকাশ/এসএইচ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টায় দিকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে জুম প্লাটফর্মে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে রঙ-বেরঙের বেলুন, ফুল ও ফেস্টুনে নতুন রূপে সেজে ওঠে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। আর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়।প্রধান অতিথি ডা. শেখ মহিউদ্দিন বলেন, ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। তোমাদের মেধা দিয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে তোমরা অনেক মানবিক হবে। তাই কোনোভাবেই তোমরা সময় অপচয় করবে না। তোমরা হৃদয় দিয়ে ডাক্তারি পড়ালেখা করবে। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। মানব সেবার মধ্যেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। যারা মানুষের প্রিয় তারা আল্লাহ কাছেও প্রিয়।আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান।এছাড়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি শিক্ষার্থী।ভোরের আকাশ/এসএইচ
ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। তাদের মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান।রুহুল আলম সিদ্দিকী বলেন, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।তিনি বলেন, অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংককিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।ভোরের আকাশ/এসএইচ