থাইল্যান্ডে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না
বিমসটেক সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ডের ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক রাখা হয়নি।
শুক্রবার (২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। সূচিতে ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা-এর সঙ্গে বৈঠকের কথা বলা হলেও, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ নেই।
এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, তারা ভারতের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন এবং তাদের আশা, যদি বৈঠক হয়, তবে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটাতে সহায়ক হতে পারে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ড. ইউনূস-এর সঙ্গে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে, ভারতীয় সূত্র জানাচ্ছে যে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম।
ভারত মনে করছে, ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে কাঠামোগত আলোচনার পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই বৈঠকটি বড় ধরনের আলোচনা বা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ। বুধবার (২ এপ্রিল) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টরসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো:১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহন সমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ থেকে ৪ এপ্রিল থ্যাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। সফরের প্রস্তুতি চলছে।আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন এবং বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক-নির্দেশনা দেবেন।ভোরের আকাশ/এসএইচ
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে জঙ্গিবাদের উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ-খবর নেওয়া। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কি বলে- তা নিয়ে কোন মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গি বাদ নিয়ে তিনি কোনও উদ্বেগ দেখছি না।তিনি বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিলো না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে অনেক নিরীহ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিল যারা তখন দেশের বাইরে ছিলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায় তা দেখতে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
থাইল্যান্ডে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না
বিমসটেক সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ডের ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক রাখা হয়নি।
শুক্রবার (২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। সূচিতে ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা-এর সঙ্গে বৈঠকের কথা বলা হলেও, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ নেই।
এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, তারা ভারতের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন এবং তাদের আশা, যদি বৈঠক হয়, তবে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটাতে সহায়ক হতে পারে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ড. ইউনূস-এর সঙ্গে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে, ভারতীয় সূত্র জানাচ্ছে যে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম।
ভারত মনে করছে, ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে কাঠামোগত আলোচনার পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই বৈঠকটি বড় ধরনের আলোচনা বা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ। বুধবার (২ এপ্রিল) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টরসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো:১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহন সমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ থেকে ৪ এপ্রিল থ্যাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। সফরের প্রস্তুতি চলছে।আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন এবং বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক-নির্দেশনা দেবেন।ভোরের আকাশ/এসএইচ
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে জঙ্গিবাদের উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ-খবর নেওয়া। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কি বলে- তা নিয়ে কোন মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গি বাদ নিয়ে তিনি কোনও উদ্বেগ দেখছি না।তিনি বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিলো না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে অনেক নিরীহ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিল যারা তখন দেশের বাইরে ছিলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায় তা দেখতে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন