নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১১:৩২ পিএম
সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদা দাবি, আটক ৫
সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদা নিতে গেলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নেওয়ার পর বাকি ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহীম হোসেনের বাড়ি চাঁদপুর জেলার রামদাসদী গ্রামে এবং আমিনুল ইসলাম বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ঢাকা মহানগর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর দুই সদস্য সিয়াম ও সাদমানও একই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই থানায় আছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/হ.র