নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ১১:৩৭ এএম
সংগৃহীত ছবি
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে 'জুলাই যোদ্ধারা'।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই সনদের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর মধ্যে ভিন্নমত থাকলেও, 'জুলাই যোদ্ধাদের' এই পদক্ষেপ তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।
এ দিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।
ভোরের আকাশ/এসএইচ