মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:০২ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সৌরভ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার পার-কালিকাপুর (পাঁঠাকাট বাজার সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। পরে দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ তার চাচাতো ভাই শাওনের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ধারণা করা হচ্ছে, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল সৌরভের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত সৌরভ পার-কালিকাপুর গ্রামের দৌলতের ছেলে। তার বাবা বর্তমানে সতীহাট ঋষিপাড়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে একটি অস্থায়ী বাসায় বসবাস করেন।
জানা গেছে, সৌরভের বাবা সকালে নদীর পাড়ে কচু রোপণ করতে গেলে সৌরভ বাড়ি থেকে তার জন্য খাবার নিয়ে আসে। পরে চাচাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের পর নদীর তীরে তোলা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ