গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে বাবা-মা ও ছেলেসহ নিহত ৪
গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন।শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার মাওনা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পুলিশ। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে এক নারীসহ আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।ভোরের আকাশ/জাআ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার সামনে থেকে শীতলক্ষ্যা নদীর পাড় পর্যন্ত শ্মশানঘাট এলাকা জুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।ছবি : ভোরের আকাশ“পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই” স্লোগানকে সামনে রেখে এবং “সঠিক নিয়মে বৃক্ষ রোপণ, যত্ন ও পরিচর্যার মাধ্যমে হোক পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন” প্রতিপাদ্যে এই আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মু. আতিকুর রহমান ভুঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।ছবি : ভোরের আকাশঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রমুখ। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত পরিচর্যা। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”ছবি : ভোরের আকাশকর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাধারণ জনগণ। দিনব্যাপী আয়োজনে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা।আয়োজকরা জানান, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা হবে, যাতে পরিবেশ সচেতনতা ও কার্যকর ভূমিকা আরও প্রসারিত হয়।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ১২:২৪ পিএম
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখায় পুরষ্কার বিতরণ করা হয়।সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষ ক্ষণিকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ সাদিয়া ফারুক, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাখরুজা আক্তার।আলোচানা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মিদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ বছর শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন।উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি, রেজাউল করিম, হোসনেয়ারা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ,ইয়াছিন আরাফাত, সাকিব হাসান, জাকির হোসেনসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারি বৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০১:৩৮ পিএম
কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে 'মা সমাবেশ' অনুষ্ঠিত
গাজীপুরের 'কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে' শিক্ষার মানোন্নয়নে বর্ণাঢ্য আয়োজনে 'মা সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের বিপুল সংখ্যক মায়ের শতস্ফুর্ত উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়ালি সভাপতিত্বে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরা ভুঁইয়া। প্রতিষ্ঠাতা পরিচালক লাকি আক্তারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা এফ এম কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক মন্ডলী সমবেত শিক্ষার্থীদের 'মা'দের ফুলেল শুভেচ্ছা জানান।মা সমাবেশে প্রধান বক্তা হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাসুদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো. আকরাম হোসেন রিপন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ শুভ্র, সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল, মারুফ খান প্রমুখ।প্রধান অতিথি এফ এম কামাল হোসেন মা সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি, এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকগণ মায়েদের সাথে সন্তানের শিক্ষা, আচরণ এবং ভবিষ্যৎ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা মায়েদের সাথে বিদ্যালয়ের সম্পর্ক সুদৃঢ় করবে এবং শিক্ষার্থীদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।মা সমাবেশে শিক্ষকের বক্তব্যে শিক্ষকগণ মায়েদের বোঝান যে, বিদ্যালয়ে তাদের সন্তানদের নিয়মিত উপস্থিতি কতখানি জরুরি। নিয়মিত ক্লাসে না আসলে, শিশুরা পিছিয়ে পড়তে পারে এবং তাদের শিক্ষার মান কমে যেতে পারে। শিক্ষকরা মায়েদের তাদের সন্তানের বিদ্যালয়ে এবং বাড়ির আচরণ সম্পর্কে অবগত করেন। তারা মায়েদের বলেন, সন্তানের ভালো আচরণ, বিদ্যালয়ে মনোযোগ এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে তারা কি করতে পারেন। শিক্ষকরা মায়েদের তাদের সন্তানদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করেন। তারা বিভিন্ন পেশা এবং শিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য দেন, যা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।শিক্ষকরা মায়েদের মনে করিয়ে দেন যে, তারা তাদের সন্তানদের জীবনে প্রথম শিক্ষক এবং তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা সমাবেশ একটি সেতু বন্ধন তৈরি করে, যেখানে শিক্ষক এবং অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একসাথে কাজ করতে পারেন।প্রধান আলোচক প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার তার বক্তব্যে মায়েদের সন্তানকে বই পড়তে উৎসাহিত করা, ঘরের কাজে তাদের সহায়তা করা, খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কাজে তাদের উৎসাহিত করতে পারেন। মায়েরা তাদের ভালো বন্ধু হতে এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে পারেন। 'মা সমাবেশ' একটি ফলপ্রসূ প্রক্রিয়া, যা বিদ্যালয়ে শিশুদের শিক্ষার মান উন্নত করতে এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে।শিক্ষা বিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, মায়েদের সাথে শিক্ষকের এই ধরনের আলোচনা শিশুদের মানসিক এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি মায়েরা তাদের সন্তানদের নীতি নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।প্রতিষ্ঠানে প্রথমবারের মতো ২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে 'অভিভাবক ও মা'দের প্রতি আহ্বান জানান।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৪:৫৯ পিএম
শ্রীপুরে জুলাই শীর্ষক আলোচনা সভা
গাজীপুরের শ্রীপুরে ২০২৪ এর জুলাই আন্দোলনকে স্মরণ করতে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "শ্রীপুরে জুলাই' শীর্ষক আলোচনা সভা।শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।আলোচনা সভায় ২৪ এর আন্দোলনে অংশগ্রহনকারীরা তাদের স্মৃতিচারণ ও আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে আলোচনা করেন।ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, ২৪ আন্দোলন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন ছিল। তাদের সফলতায় আজ আমাদের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্থের পথ খুলেছে। আমরা নতুন এক বাংলাদেশের পথে হাটছি এখন। এ আন্দোলনে যারা নিজের জীবন উপেক্ষা করে অংশ নিয়ে সফল করেছেন তাদের আমরা সম্মান জানাতে ও শ্রীপুরে জুলাইকে স্মরনীয় করতেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০২:২০ পিএম
গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার পাঁচটি আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহত্তর গাজীপুরের মধ্যে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা। এখানে রয়েছে জাতীয় সংসদের ৫ টি নির্বাচনী আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে।গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।গাজীপুর জেলার ৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থীরা হলেনগাজীপুর-১( কালিয়াকৈর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের মেধাবী ছাত্র নেতা মুহাম্মদ শাহ আলম বকশী।গাজীপুর-২( সদর) আসনে ঘোষিত প্রার্থী হলেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী। হোসেন আলী অবিভক্ত গাজীপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন।গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ডাকসাইটের নেতা ছিলেন।গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে গাজীপুর সদর মেট্রো থানার আমীর অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। সালাউদ্দিন আইউবী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের প্রথম সভাপতি ছিলেন।গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী হলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান। তিনি অবিভক্ত গাজীপুর জেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে ভোট কেন্দ্রে তৎকালীন সরকার দলীয় লোকজন প্রভাববিস্তার করে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছিলো বলে ব্যাপক অভিযোগ উঠেছিলো।গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, আমরা গাজীপুরের পাঁচটি আসনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইসলামী মূল্যবোধ রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং বাংলাদেশকে একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করবেন।ভোরের আকাশ/এসএইচ
১০ জুলাই ২০২৫ ০৪:১৫ পিএম
কালীগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক
গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।এর আগে সোমবার (৭ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশের মুনসেফপুর এলাকায় ও কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তিরা হলো কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), একই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২৭) এবং নরসিংদীর শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবাজার গ্রামের আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫)।ওসি আলাউদ্দিন জানান, সোমবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মুনসেফপুর এলাকার কে.টি.এল গ্যারেজের সামনে থেকে হারুন অর রশিদকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে, একইদিন সন্ধ্যায় মূলগাঁও গ্রামেন ইসমাইল, পারভেজ ও আমজাদকে আটক করা হয়। এ সময় ইসমাইলের বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের বারান্দা থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা (নম্বর- ৫ ও ৬) দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০৬:৫০ পিএম
বিএনপি থেকে বহিষ্কৃত গাজীপুর মহানগরের ৪ নেতা
চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ও বর্তমান পদধারী চার নেতাকে দল থেকে প্রাথমিক সদস্যসহ বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রোববার (৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদ উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আবুল হাশেম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউর রহমান স্বপ্ন (জিএস স্বপ্ন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আদর্শ ও নীতিমালার বাইরে গিয়ে তাদের কর্মকাণ্ড বিএনপির শৃঙ্খলা এবং ভাবমূর্তির পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভোরের আকাশ/আজাসা
০৭ জুলাই ২০২৫ ০৩:৫৪ পিএম
শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌরসভার জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রসূতি মিথিলা আক্তার (২৪) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের স্ত্রী।জয়েদা মাল্টিকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ উঠলেও প্রতিকার হয়নি। প্রসূতি মায়ের অবস্থা সংকটাপন্ন। দায়িত্ব অবহেলা ও ভুয়া নার্স থাকার সত্যতা পেয়েছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের সবধরনের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ভুক্তভোগী নবজাতকের চাচা আশিকুর রহমান বলেন, গত ২২ তারিখে ছোট ভাইয়ের বউকে স্থানীয় জায়েদা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ঐদিন রাতেই সিজারিয়ান অপারেশন করেন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আক্তার লিজা। অপারেশনের পরপরই তিনি হাসপাতাল ত্যাগ করেন। ঘন্টা খানেক পর শিশুর শারীরিক অবস্থা অবনতি হলে আমরা হাসপাতাল কতৃপক্ষকে অবহিত করি। কিন্তু সেসময় কোন চিকিৎসক ছিলো না। এমনকি কোন নার্সেরও দেখা মেলেনি। এরপর আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন ধরনের গুরুত্ব দেয়নি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমাদেরকে বলেন, বাচ্চা সুস্থ আছে কোন সমস্যা হবে না। নবজাতকের অবস্থা আরও অবনতি হলে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। পূনরায় নবজাতককে নিয়ে জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর অনুরোধ করি। কিন্তু ওরা কোন কর্নপাত করেনি। অক্সিজেন দিয়ে আমাদের পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।আশিক অভিযোগ করে বলেন হাসপাতালেই নবজাতকের মৃত্যু হয়েছিলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এটিও একটি বড় প্রতারণা। নবজাতকের মৃত্যুর খবর পেয়ে নবজাতকের মায়ের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। প্রসূতি মায়ের অবস্থাও সংকটাপন্ন। তিনি আরও জানান, এই হাসপাতালের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে পরিচালক মেহেদী হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতিতে অভিযোগে নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি সঠিক নয়। আমাদের একটা অপরাধ আছে তা হলো সিজারিয়ান অপারেশনের পর কোন চিকিৎসক নার্স ছিলো না। নবজাতকের জন্মের পরপরই নবজাতক ও মা সুস্থ ছিলো। একদিন পর নবজাতক মারা গেছে। তাদের আস্থা না থাকায় প্রসূতি মাকে অন্য হাসপাতালে নিয়ে গেছে।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ভোররাতেই জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে কোন চিকিৎসক বা নার্স পাইনি। যাঁদেরকে নার্স বলা হচ্ছে তাদের কোন প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। বাড়ির কাজের লোকদের এপ্রোন পরিয়ে নার্স সাজিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত সময়ের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে। তিনি আরও জানান, সিভিল সার্জনের নির্দেশনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০৩:৫০ পিএম
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর - গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত মোর্শেদা বেগম (৫০) শ্রীপুর পৌর সভার বাঘমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। নিহতের পুত্র সাইদুল ইসলাম জানান,দুপুর সাড়ে বারোটার দিকে আমার মা রাস্তা পার হয়ে আমার দোকানে আসছিলো।এসময় শ্রীপুরগামী বাঁশভর্তি টমটম পিছনদিক থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ময়ের মৃত্যু হয়।শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ হোসেন জানান,দূর্ঘটনায় পতিত মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০১:৩৭ পিএম
সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। তাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়।পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিকনির্দেশনা দেন।ভোরের আকাশ/এসএইচ