জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ০৩:৪১ পিএম
খাইরুন নাহার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গৃহবধূ খাইরুন নাহার হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত খাইরুন নাহারের পরিবার, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গৃহবধূ খাইরুন নাহার হত্যাকান্ডের ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে মামলার আসামীদের পুলিশ গ্রেপ্তার করুক এবং আসামীদের সর্বোচ্চ শাস্তি হোক। পুলিশ আসামীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এসময় বক্তব্য দেন গৃহবধূর মা আলেয়া বেগম, বাবা সাদেকুল ইসলাম, মামা জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম, স্থানীয় গণমাধ্যম কর্মী হারুন অর রশীদ, আল মামুন জীবন, প্রতিবেশি সাবেক সেনা সদস্য ইলিয়াস আলী প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গৃহবধূ খাইরুন নাহারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর বাবা সাদেকুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানার একটি মামলা দায়ের করেন। মামলার গৃহবধূর স্বামী তাজমুল হকসহ ৮ জনকে আসামী করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৪ ঘন্টা আগে
আপডেট : ৪ ঘন্টা আগে
খাইরুন নাহার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গৃহবধূ খাইরুন নাহার হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত খাইরুন নাহারের পরিবার, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গৃহবধূ খাইরুন নাহার হত্যাকান্ডের ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে মামলার আসামীদের পুলিশ গ্রেপ্তার করুক এবং আসামীদের সর্বোচ্চ শাস্তি হোক। পুলিশ আসামীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এসময় বক্তব্য দেন গৃহবধূর মা আলেয়া বেগম, বাবা সাদেকুল ইসলাম, মামা জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম, স্থানীয় গণমাধ্যম কর্মী হারুন অর রশীদ, আল মামুন জীবন, প্রতিবেশি সাবেক সেনা সদস্য ইলিয়াস আলী প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গৃহবধূ খাইরুন নাহারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর বাবা সাদেকুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানার একটি মামলা দায়ের করেন। মামলার গৃহবধূর স্বামী তাজমুল হকসহ ৮ জনকে আসামী করা হয়।
ভোরের আকাশ/এসএইচ