সাভার (ঢাকা ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ১১:৩৮ এএম
সাভারে চলন্ত বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশির সময় বার্মিজ চাকুসহ তিন ছিনতাইকারী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোঃ মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।
আজ শুক্রবার ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন মাসে তিনটি চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই রোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/সু
সাভার (ঢাকা ) প্রতিনিধি
প্রকাশ : ১ দিন আগে
আপডেট : ১ দিন আগে
সাভারে চলন্ত বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশির সময় বার্মিজ চাকুসহ তিন ছিনতাইকারী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোঃ মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।
আজ শুক্রবার ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন মাসে তিনটি চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই রোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/সু