বিমান বন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মে) সকালে বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী সারাদেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ মে) রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগের ডিসিএ মোহাম্মদ শাহজাহান, এফসিএস, সিপিএফএ। বিশেষ সেবা কার্যক্রমের সেবা গ্রহীতাদের তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিস প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রি-অডিট বিল নিষ্পত্তি, বেতন নির্ধারণ, পেনশন কেইস নিষ্পত্তি, লাইফ ভেরিফিকেশন, পারিবারিক পেনশন নিষ্পত্তিকরণ, পেনশন প্রতিস্থাপন, প্রতিবন্ধি পেনশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপস ব্যবহার, পেনশনারের বিভিন্ন তথ্য সংশোধন বা পরিবর্তন, সামারি বিল দাখিল, জিপিএফ খোলা ও জিপিএফ-এর তথ্যাদি সংশোধন বা পরিবর্তন এবং আইবাস সেবাসমূহ সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদান ইত্যাদি বিশেষ সেবা কার্যক্রম-এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এই বিশেষ সেবা কার্যক্রমে আসা সেবাগ্রহীতা সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রবি শঙ্কর মণ্ডল জানান, তিনি তাঁর পেনশন সংক্রান্ত কাজে ডিসিএ কার্যালয়ে এসেছিলেন। আসামাত্রই দ্রুত তাঁর সমস্যার কথা শোনা হয় এবং তা সমাধানের উদ্যোগ নেয়া হয়। তিনি পূর্বেও এই কার্যালয়ে ভালো মানের সেবা পেয়েছেন বলে জানান এবং তিনি এই কার্যালয়ের কার্যক্রমে সন্তুষ্ট। সেবা নিতে আসা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা জানান, ডিসিএ কার্যালয়ে পেনশনার ভেরিফিকেশনের কাজ এক মিনিটের মধ্যেই শেষ হয়েছে এবং কর্মকর্তারা আমাকে আপ্যায়ন করেছেন। সত্যিই এ যেন এক ভিন্ন সরকারি অফিস। সেবার কার্যক্রম নিয়ে খুশি। রংপুর বিভাগীয় ডিসিএ অফিসের প্রধান কর্মকর্তা ডিসিএ মোহাম্মদ শাহজাহান জানান, আমরা পুরো বছর সেবাগ্রহীতাদের সিটিজেন চার্টার অনুসারে বিভিন্ন সেবা দিয়ে থাকি। বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আমাদের সেবাগুলো আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া হচ্ছে। বছর ধরে আমরা যাতে একই রকম সেবা দিতে পারি, বিশেষ সেবা কার্যক্রম তার জন্য নিয়ামক হিসাবে কাজ করবে। ভোরের আকাশ/আমর
ছাত্ররা ভাঙা গড়ার কারিগর। এরা ইতিহাসের চাকা ঘুরিয়ে সৃষ্টি করতে পারে নতুন ইতিহাস। ছাত্ররাই সমাজ ও সংস্কৃতি পরিবর্তনের প্রমিথিউস। কবি স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে? বাস্তবে সেই স্বপ্ন পূরণে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার পানারহাট ঘিরনয় ঘোনাপাড়া গ্রামের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা পড়ুয়া ছাত্র ও শিক্ষিত যুবকরা।তারা পরনির্ভরশীল না হয়ে মাঠে ধান কেটে, ভুট্টা ভেঙ্গে-কৃষি কাজ করে তাদের শ্রম-ঘামে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে মসজিদ পুনঃনির্মাণে এগিয়ে এসেছেন। সোমবার (১২ মে) মসজিদ নির্মাণ কমিটির পৃষ্ঠপোষক এক্সম্যানের স্বত্বাধিকারী মো. ইউনুস আলী মিন্টু জানান, বদরগঞ্জের মাঠেরহাট এলাকার ঘোনাপাড়া গ্রামে টিন ঘেরা পুরাতন জরাজীর্ণ একটি মসজিদ। সেখানে নামায পড়তে মুসল্লিদের কষ্ট হয়। এই গ্রামের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। তাদের অর্থ দিয়ে মসজিদ পুনঃনির্মাণ করা সম্ভব নয়। তাই গ্রামের ছাত্র, শিক্ষিত যুবক ও সাধারণ মুসল্লিরা গত ঈদুল ফিতরের পর থেকে ঐক্যবদ্ধ হয়ে, যারা কখনো মাঠে কৃষি কাজ করেনি তারাও চুক্তি ভিত্তিক ধান কাটা ও ভুট্টা ভাংগার কাজ করে নিজেদের শ্রম বিক্রি করে সেই উপার্জিত অর্থ দিয়ে ঈমান ও ইসলামের প্রতীক আল্লাহর প্রিয় ঘর মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগ দৃষ্টান্তমূলক। প্রশংসার দাবি রাখে। তাদের সহযোগিতায় সরকার ও প্রশাসন এগিয়ে আসবে বলে আশা করি। নির্মাণ কমিটির সদস্য সচিব মো. মাছুম বিল্লাহ বলেন, আমি রংপুর সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছি। মাঠে কখনো কৃষি কাজ করিনি। কিন্তু মসজিদ নির্মাণের জন্য অনেক ছাত্র ও সাধারণ মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে মসজিদের তিন তলা ভিত্তির কাজ শুরু করেছি। এ পর্যন্ত ৭ লক্ষ টাকার বেশি ব্যয় হয়েছে। বর্তমানে গ্রেডবিম ও কলমের কাজ চলছে। কেউ নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে চাইলে সহযোগিতা করতে পারেন। যদি কোন কাজ থাকে আমাদের কাজ দিয়েও সহযোগিতা করতে পারেন। শুধু মসজিদের নিচতলার কাজ সম্পন্ন করতে ব্যয় হবে ৪০ লক্ষ টাকা। জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মো. রিয়াজুল ইসলাম বলেন, মসজিদ নির্মাণের কাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা ধান কাটা একর প্রতি ১২ হাজার টাকা, ভুট্টা ভাঙা একর প্রতি ৮ হাজার টাকা নিচ্ছি। নির্মাণ কমিটির অর্থ সম্পাদক ছড়ান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. সাকিল রানা বলেন, আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যেখান থেকে শিক্ষা নিবো সেটি হচ্ছে মুসলিম সমাজের মূলকেন্দ্র মসজিদ। সে রকম একটি মসজিদ নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, নবীজির শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো ভাই। আজকে যারা মাঠে দ্বীনের জন্য শ্রম দিচ্ছে আল্লাহতায়ালা তাদের উভয় জাহানে কামিয়াবী দান করুন। নির্মাণ কমিটির সদস্য ফুলবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. মেহেদী হাসান ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে বলেন, মাদক, মোবাইল ও গেমে আসক্ত না হয়ে যে কাজগুলো করলে মানুষ ভালো বলবে, সমাজ ও দেশের ভালো হবে সবাই মিলে সেই কাজগুলো করছি। প্রসঙ্গত, মসজিদ নির্মাণ এমন একটি পূণ্যময় কাজ যার সাওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। যতদিন মসজিদে ইবাদাত হবে ততদিন নির্মাণকারী কবরে সাওয়াব পেতে থাকবে। ভেরের আকাশ/আমর
১৯৯৬ সালের ১৩ মে এই দিন ২-৩ মিনিট স্থায়ী টর্ণেডোর ছোঁবলে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল এবং সখীপুর উপজেলার ৫২৩ জন নারী-পুরুষ নিহত এবং ৩০ হাজার আহত হন। ৮৫ হাজার ঘরবাড়ি, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৭টি মসজিদ এবং ১৪টি মন্দির লন্ডভন্ড হয়ে যায়। সেদিনের কথা মনে হলে এখনও শিউরে ওঠে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেই টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী।সেদিন বিকালে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে মুহূর্তের মধ্যে জেলার ৫টি উপজেলার ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। অনেকের ঘরের চালা উড়ে যাওয়ায় গোলার ধান পর্যন্ত ঝড়ে অদৃশ্য হতে দেখা যায়। অনেক ঘরবাড়ি, গাছপালা, গবাধিপশু নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক নারী-পুরুষের পরনের কাপড় ছিন্নভিন্ন হয়ে যায়। অনেককে সম্পূর্ণ বস্ত্রহীন ক্ষতবিক্ষত দেহে বিভিন্ন কৃষি জমি, জঙ্গল, পুকুর-ডোবা থেকে উদ্ধার করা হয়। বৈদ্যুতিক খুঁটি ও নলকূপের উপরের অংশ দালানের ছাদ পর্যন্ত উঠে যায়।জানা যায়, ১৯৯৬ সালের ১৩ মে ছিল সোমবার। ওইদিন বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে আকস্মিকভাবে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে শুরু হওয়া ২-৩ মিনিটের স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় (টর্ণেডো) আলমনগর ইউনিয়ন হয়ে মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুডুরচর গ্রামে শেষ হয়। মাত্র দুই মিনিটের ছোবলে গোপালপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৬টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়, নিহত হন ১০৪ জন। এ ছাড়া চার হাজারেরও বেশি গ্রামবাসী আহত হন। ঝড়ে ২০০ একর বোরো জমির পাকা ধান নষ্ট হয়ে যায়। ১০ হাজার গৃহপালিত পশু-পাখি মারা যায়। ওই দিনই বিকাল সোয়া ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা রামপুর এবং কুকরাইল গ্রামে হানা দেয় টর্ণেডো। রামপুর ও কুকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ৩-৪ মিনিটের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে ওই দুই গ্রামের একই পরিবারের ৭জন সহ ১০৫ জন নারী-পুরুষ ও শিশু নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে গণকবরে একত্রে ৭৭ জনকে দাফন করা হয়।বাসাইলের মিরিকপুরে ধান কাটার মৌসুম থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার ধানকাটা শ্রমিক জড়ো হয়েছিল এ অঞ্চলে। ঝড় থেকে রক্ষা পেতে মিরিকপুর-সৈদামপুরের ধানের মাঠের আতঙ্কগ্রস্ত বহু শ্রমিক মিরিকপুর উচ্চ বিদ্যালয়ের দালানে আশ্রয় নিয়েছিল। সেদিন বিকাল ৫টা ২০ মিনিটের দিকে উত্তর দিক থেকে ধেয়ে আসা ৩-৪ মিনিটের টর্ণেডোর ছোঁবলে দালান বিধ্বস্ত হওয়ায় তারা সেখানেই চাপা পড়ে মারা যায়। এলাকার গ্রামের বহু লোক নিখোঁজ হয়। পরদিন তাদের মৃতদেহের খোঁজ মেলে পার্শ্ববর্তী নদী, পুকুর, খাল ও বিলে। মৃত মানুষ, গবাদিপশু ও মাছের দুর্গন্ধে বাসাইলের বাতাস সেদিন ভারি হয়ে গিয়েছিল।মিরিকপুর ছাড়াও উপজেলার বর্নীকিশোরী, হান্দুলিপাড়া, কলিয়া, কাউলজানী, খাটরা, ফুলকী, বাদিয়াজান, সুন্না গ্রামের অংশবিশেষ মারাত্মকভাবে আক্রান্ত হয়। বর্নীকিশোরী উত্তরপাড়ার একই পরিবারের মৃতদেহ প্রায় আধমাইল দূরের বিল থেকে উদ্ধার করা হয়। অনেক পরিবারের কেউ জীবিত ছিল না। বাসাইল উপজেলা হাসপাতালসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলো ছিন্নভিন্ন আহত লোকজনে ভরে গিয়েছিল। উপজেলায় টর্ণেডো আক্রান্ত এলাকায় একাধিক গণকবর সৃষ্টি করতে হয়েছিল। ঘুর্ণিঝড়ে বাসাইল উপজেলার ১৭ গ্রামের ৫ হাজার পরিবারের প্রায় সাড়ে ২৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়। ৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫-৬টি কাঁচাবাজার, প্রায় ২ হাজার গবাদিপশু, ১০ হাজার হাঁস-মুরগি, সাড়ে ৩০০ টিউবওয়েল ও ২৫ হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে মৃতের সংখা ২৩৭ জন। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখা ছিল আরও অনেক বেশি। আজো কালো মেঘের আনাগোনা দেখলে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল এবং সখীপুর উপজেলার মানুষের মনে ভেসে ওঠে টর্ণেডোর সেই প্রলয়ঙ্করের স্মৃতি।২৯ বছর আগের টর্ণেডোয় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ করতে স্ব স্ব এলাকায় স্থানীয়দের উদ্যোগে প্রতিবছর দোয়া ও মিলাদ মাহফিল, মসজিদে মসজিদে কাঙালিভোজ, প্রার্থণা এবং স্মরণসভার আয়োজন করা হয়। এ বছরও বাসাইলের মিরিকপুর, কালিহাতীর রামপুর, গোপালপুরের আলমনগর গ্রামে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ভোরের আকাশ/এসআই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৫) ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহেল শেখ (৪৫) কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১২ মে) দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা হাইকোর্টের জামিনে ছিলেন।আসামি সুজ্জল গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। অপরদিকে সোহেল শেখ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা ও মামলার ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি। গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনের বেশ কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর শরীফুল ইসলাম নামে এক ছাত্র বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন। শরীফুল রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে। জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আসামিরা জেলা আদালতে জামিন চান। কিন্তু আদালত জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভোরের আকাশ/আমর