ছবি : ভোরের আকাশ
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. বাকি বিল্লাহ'র পক্ষ থেকে অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্যাহ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাকি বিল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাপ্তাহিক কলকণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরেফিন।
সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরুজ্জামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সমাজসেবক ও শিক্ষানুরাগী দিদার মিয়াসহ অভিভাবকবৃন্দ। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকদের হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের মধ্যে ছাতা বিতরণের এ কাজ আমার দেখা প্রথম। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন। কারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়। তিনি অভিভাবকদের বিদ্যালয়ের সার্বিক কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রয়াসে সাপুয়া উচ্চ বিদ্যালয় উপজেলায় স্বনামধন্য বিদ্যাপীঠের স্থান ধরে রাখতে পারবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কোথাও চলছে মরিচ বস্তাবন্দী, কোথাও পাইকারদের হাঁকডাক আর দরদাম। এই দৃশ্য ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুকনা মরিচের হাট, যেখানে সূর্য ওঠার আগেই জমে ওঠে বেচাকেনা। এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার।প্রতি হাটে এখানে কেনাবেচা হয় ৮-১০ কোটি টাকার মরিচ, অনুকূল আবহাওয়ায় যা ছাড়িয়ে যায় ১৫ কোটিও। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ দেশের নানা জেলা থেকে ছুটে আসেন পাইকারেরা। মরিচের মান, রং ও ঝাঁজের কারণে দেশের বাজারে আলাদা পরিচিতি পেয়েছে ভাউলার হাট। তবে হাটের ভিড় আর কোলাহলের আড়ালে জমে আছে কৃষকের চাপা হতাশা। কারণ, বাজারে চাহিদা থাকলেও এবার দাম নেমে গেছে অস্বাভাবিকভাবে। এতে লাভ তো নেইই, বরং অনেকেই পড়েছেন লোকসানে।স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, ‘গত বছর প্রতি মণ মরিচ বিক্রি করেছি ১২ হাজার টাকায়। এবার মণে পাচ্ছি ৫-৬ হাজার টাকা। অথচ সার, ওষুধ, শ্রমিকের খরচ সবই বেড়েছে। এই দামে আমাদের তো মরিচ তুলে আনারও খরচ ওঠে না।’তরুণ চাষি শফিকুল ইসলাম জানান, মরিচ চাষ তাঁদের পারিবারিক পেশা হলেও এই মৌসুমে তাঁরা পড়েছেন দুশ্চিন্তায়।তিনি বলেন, ‘ভেবেছিলাম এবার দাম পাব, তাই জমিতে বেশি চাষ করেছিলাম। ফলন খারাপ হয়নি, কিন্তু এই দামে বিক্রি করে চলা সম্ভব না। অনেক কৃষকই এনজিও কিংবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেন। বাজারে দাম পড়ে যাওয়ায় এখন ঋণ শোধ করাই বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।’অন্যদিকে হাটে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকা, অথচ নেই কোনো ব্যাংকের শাখা বা এটিএম বুথ। এতে ব্যবসায়ীদের নিরাপত্তা ও আর্থিক লেনদেন ঘিরে তৈরি হয় বাড়তি ঝুঁকি।ঢাকা থেকে আসা পাইকার কামাল হোসেন বলেন, ‘এত বড় হাটে ব্যাংক না থাকা আসলেই দুঃখজনক। নগদ টাকা নিয়ে চলাফেরা করতে হয়, ভয় কাজ করে সব সময়। ব্যাংক থাকলে লেনদেন সহজ হতো।’আরেক ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ‘হঠাৎ টাকা দরকার হলে কিছুই করার থাকে না। একটি এটিএম বুথ থাকলেও এত ভোগান্তি হতো না।’বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ভাউলার হাট এখন উত্তরবঙ্গের শুকনা মরিচের সবচেয়ে বড় হাট। কৃষক যেন ন্যায্য দাম পান, আর পাইকার ও ব্যবসায়ীরা নিরাপদে লেনদেন করতে পারেন, আমরা সেই চেষ্টাই করছি। বাজারে একটি ব্যাংকের শাখা ও এটিএম বুথ স্থাপনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। পাশাপাশি বাজারে ছাউনি, রাস্তা ও আলোর ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।’ভোরের আকাশ/এসএইচ
আমদানী রপ্তানী বানজ্যি ও বন্দর থেকে দ্রুত খালাস সহজিকরন করতে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন। পরে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।মঙ্গলবার বিকালে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি পরে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আমদানি রপ্তানি বানিজ্যে বিরজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।পরিদর্শন কালে তিনি কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সেবার মান বাড়ানোর নির্দেশ দেন। দ্রুত পণ্য খালাসে তিনি কঠোর ভাবে মনিটারিং করবেন জানান। অচিরেই এ্যাসাই কোডা সিস্টেম পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা। এটি পরিবর্তন করে নতুন একটি পদ্ধতি চালুর আশ্বাস দেন। স্থল পথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীরা চাইলে সেটি বিবেচনা করবেন জানান।এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউজে আসলে তাকে স্বাগত জানান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান ও নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন। অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খাঁনের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে অনাকাঙ্খিত বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার প্রসাদপুর তিনমাথায় প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এর আগে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও সদ্য নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি এম.এ মতীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু প্রমূখ।এ সময় সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য বেলাল হোসেন খান,রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ডি.এম আব্দুল মালেক, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল, শফিকুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান সিদ্দিক হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক সুলতান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, সদস্য সচিব পলাশ কুমার, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুলাই) বাদ আসর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিকেলে এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ