ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ০৮:০৩ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে প্রতিবন্ধীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে পৌর বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোকন প্রধান, বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের অগণিত মানুষের ভালোবাসার নেতা। আজ তিনি অসুস্থ থাকায় পুরো দেশের মানুষ উদ্বেগে দিন কাটাচ্ছেন। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন।”
তিনি দল-মত নির্বিশেষে সবাইকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন।
এ সময় তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
ভোরের আকাশ/এসএইচ