পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৭:৩৭ পিএম
ছবি : ভোরের আকাশ
শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি।
পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হক, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, পিরোজপুর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহিন খান, প্রশিক্ষণার্থী মরিয়ম আক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মো. খায়রুজ্জামান, আছিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল। অনুষ্ঠানে ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দুটি ব্যাচে ১০০জন যুবক-যুবতিদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৭৫ জন যুবক-যুবতি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ আয় করা শুরু করেছে।
ভোরের আকাশ/এসএইচ