জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ০৪:৩৪ পিএম
জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটর সাইল সংঘর্ষের চিত্র
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিন্নাহ নামে এক ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জামালপুরের ইসলামপুরের সড়কে এ ঘটনা ঘটে।
বুধবার (২৫জুন) সকালে পৌরশহরে পলবান্ধা রেল গেইট ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জগামী পাকা রাস্তায় সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল আরোহী জিন্নাহর(৪০) দুই পায় থেতলে যায়।
স্থানীয় লোকজন উদ্ধর করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। জিন্নাহর দুই পা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানা গেছে। জিন্নাহর বাড়ি গামারীয়া মধ্যপাড়া দেওয়ানগঞ্জ এলাকায়।
এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান জানান,এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আজাসা