বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জামালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে জামালপুর জেলা বিএনপি সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ফৌজদারি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।পরে ফৌজদারি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। ভোরের আকাশ/মো.আ.
০১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৯ পিএম
জামালপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মিয়াজী মেহরাব(২৪) কে গ্রেফতার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৯:৪১ পিএম
জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭৫ এর ১৫ আগসাটের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমূখি হয়েছেন। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, তা চানও না।শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করতে পারে না, তারা রাতের বেলা ছাড়া কোন মিছিল করতে পারে না।শহরের বেলটিয়া এলাকায় একটি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর বিএনপির এই সম্মেলন উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। সম্মেলনস্থল কানায় কানায় ভরে যাওয়ায় মাঠের বাইরে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের ঢল নামে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৭:৫৯ পিএম
জামালপুরে মামলাবাজ, ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন
জামালপুর পৌরশহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ, ভূমিদস্যু ফারজানা আক্তার সবুজার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।রবিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফারজানা আক্তার সবুজা কথিত সাংবাদিক পরিচয়ে পুলিশকে প্রভাবিত করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আসছেন। সম্প্রতি তিনি স্থানীয় এক বাসিন্দা মিলনের কাছ থেকে জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করান। একই মামলায় মিলনের ভাই ফরিদকেও আসামি করা হয়, যদিও মামলার দিন আসামি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।বক্তারা আরও বলেন, সবুজার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারা দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত সাপেক্ষে সবুজার দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবি করেন।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট ভুক্তভোগীরা স্মারকলিপি প্রদান করেন।ভোরের আকাশ/মো.আ.
১৭ আগস্ট ২০২৫ ০৪:০২ পিএম
জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা আমাদের সন্দেহ আছে।তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, এ বিষয়ে ঐকমত্যে আসার পরই আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক।জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শহরের তমালতলা থেকে শুরু হয়ে ফৌজদারী এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হবে। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপি নেতারা ময়মনসিংহে যাবেন।ভোরের আকাশ/এসএইচ
২৮ জুলাই ২০২৫ ১২:৪৫ পিএম
ট্রাকের সঙ্গে সংঘর্ষে পা হারালেন মোটরসাইকেল আরোহী
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিন্নাহ নামে এক ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জামালপুরের ইসলামপুরের সড়কে এ ঘটনা ঘটে।বুধবার (২৫জুন) সকালে পৌরশহরে পলবান্ধা রেল গেইট ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জগামী পাকা রাস্তায় সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল আরোহী জিন্নাহর(৪০) দুই পায় থেতলে যায়। স্থানীয় লোকজন উদ্ধর করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। জিন্নাহর দুই পা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানা গেছে। জিন্নাহর বাড়ি গামারীয়া মধ্যপাড়া দেওয়ানগঞ্জ এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান জানান,এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার সালাহ উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/আজাসা
২৫ জুন ২০২৫ ০৪:৩৪ পিএম
জামালপুরে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবি
ইসলামপুরের শীলদহ এলাকায় যমুনার একটি শাখা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলী এলাকার পূর্বাংশে যমুনার মূলস্রোত ধারা থেকে ছোট্ট একটি শাখা নদীর উৎপত্তি হয়ে ইসলামপুরের প্রজাপতি, চরশিশুয়া, কাশারীডোবা, আকন্দ পাড়া হয়ে ভাটির দিকে প্রবাহিত হয়ে দৈলকে এলাকায় গিয়ে আবারো যমুনার মূলস্রোতে মিশে গেছে। এই শাখা নদীর বাম তীরে শীলদহের উত্তর পয়েন্টে গত তিন বছর ধরে ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। নদী ভাঙ্গনে গত তিন বছরে শীলদহ এলাকার দুই শতাধিক বসতভিটাসহ অন্তত: দুইশ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমির মাঠ। এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায় এলাকাবাসী। এজন্য এলাকাবাসী মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। শীলদহ নদীর বামতীরে স্থানীয় বিএনপি নেতা মোনাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আকরাম হোসেন, আজিজুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন মোল্লা, শাহীন আলম, আজাহার আলী প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০৬:২২ পিএম
জামালপুরে সালিসিতে টাকা না পেয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত
জামালপুরে গ্রাম্য সালিসিতে ৫০ হাজার টাকা ‘ঘুষ’ না পেয়ে ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৪ জুন) জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানা যায় গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে তাদের সমাজচ্যুত করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জামালপুর পৌর শহরে দাপুনিয়া এলাকার মো. মন্টু মিয়া (৪২) ও একই এলাকার আহাম্মদ আলীর ছেলে মো. মুনছুর মিয়ার (৪৫) বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর গত শুক্রবার জুমার নামাজ পর উভয় পক্ষের মধ্যে আবারো হাতাহতির ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে দাপুনিয়া পশ্চিমপাড়া বকুলতলা মোড়ে সালিসী বৈঠকের আয়োজন করে। সালিসে বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় শামিম আহমেদ ও আমিনুল ইসলামসহ কয়েকজন মুনছুর মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ৫০ হাজার টাকা না দিলে মুনছুর মিয়াসহ ৭ পরিবারকে সমাজচ্যুত করা হবে বল জানান শামিম আহমেদ ও আমিনুল ইসলাম। পরে মুনছুর মিয়া দাবীকৃত ৫০হাজার টাকা না দিলে ওই দিন রাত ১১টায় দিকে ঢাকঢোল পিটিয়ে ও মাইকিং করে ৭ পরিবারের নাম উল্লেখ করে তাদেরকে সমাজচ্যুত করা হয়। মাইকে আরও বলা হয় ওই ৭ পরিবারের সঙ্গে যদি সমাজের কোনো মানুষ ওঠা-বসা করে তাহলে তাদেরকেও সমাজচ্যুত করা হবে। মসজিদ, দোকান, স্কুল, বাজার, ও প্রকাশ্যে রাস্তা ঘাটে চলাফেরা করতে দেখলে ওই ৭ পরিবারের মানুষ ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়।ইসমাইল মৌলবীর ছেলে মৌকির হোসেন জানান, মন্টু মিয়ার সঙ্গে মুনছুর মিয়ার ঝামেলা হইছে। আমরা তাদের গোষ্টিগত লোক হওয়ার কারনে অযথা আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে। আমরা ভয়ে কোথাও যেতে পারছিনা।ভুক্তভোগী জহুরুল ইসলাম আনন্দ বলেন, মাইকে ঘোষণা দেয়ার পর থেকে দোকানদাররা আমাদের কাছে কোন কিছু বিক্রি করছে না। ছোট বাচ্চারা দোকানে গেলেও তাদের কোন খাবার কিনতে দেয়া হচ্ছে না। এখনো বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে।থানায় অভিযোগকারী ইসমাইল মৌলবী বলেন, ‘ঘুষের’ টাকা না দেওয়ায় আমাদের ৭ পরিবারকে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করেছে। তারা মাইকে বলেছে, ৭ পরিবারের মানুষ মসজিদ, দোকান, স্কুল, বাজার, ও প্রকাশ্যে রাস্তা ঘাটে চলা ফেরা করতে দেখলে মানুষ ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবে।এঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, অভিযোগ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ একই এলাকার। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৯:১৪ পিএম
জামালপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন
জামালপুর জেলায় নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টায় চন্দ্রা লাইট হাউজ মোড়ে এ কার্যালয় উদ্বোধন করা হয়।এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা এনসিপির আহবায়ক লুৎফর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব শক্তির আহবায়ক ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হিফজুল বকুল, জামাত নেতা ও হজরত শাহজামাল (র) এর পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ১০:০৫ এএম
সরিষাবাড়ীর ‘শাহানাজ আক্তার এখন তুহিন’
জামালপুরের সরিষাবাড়ীতে শাহানাজ আক্তার (১৮) নামে এক মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এখন তুহিন নামে পরিচিত হয়েছে।উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, শাহানাজ আক্তারের নাম পরিবর্তন করে এখন নাম রাখা হয়েছে তুহিন মিয়া। শাহনাজ উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের আব্দুল বাছেদের মেয়ে। এলাকাজুড়ে উৎসুক জনতা মেয়ে থেকে ছেলে হওয়া তুহিনকে দেখতে ভিড় জমাচ্ছেন।পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহানাজ আক্তার খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে ২০২৪ সালে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পর গত ডিসেম্বর মাসে সে ঢাকার ব্যাঙ্গল কোম্পানিতে চাকরি নেন। চাকরি নেওয়ার ৩ মাস পর হঠাৎ জ্বরে আক্রান্ত হন শাহনাজ আক্তার। চিকিৎসার জন্য ঢাকার একটি ঔষধের দোকান থেকে ঔষধ কিনে খায় শাহনাজ।এদিকে ধীরে ধীরে তার শরীরের নারীর গঠন ও কণ্ঠস্বর পরিবর্তন হতে থাকে। একপর্যায় ৩ মাসের মধ্যে মেয়ে থেকে ছেলের রূপে রুপান্তর হয় শাহনাজ আক্তার। বিষয়টি পরিবারের লোকদের বললে তারা প্রথমে বিষয়টি মজা ভেবে উড়িয়ে দেয়।এরপর গত সোমবার (০৯ জুন) সকালে ঢাকা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছেলে রূপে বাড়িতে আসে শাহনাজ। পরিবারের লোকজন যাছাই-বাছাই করে দেখতে পান শাহনাজ সত্যিই মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। পরে তার নাম রাখা হয় শাহনাজ আক্তার থেকে মো. তুহিন মিয়া।এ বিষয়ে শাহনাজ আক্তার বলেন, ঢাকাতে গিয়ে শারিরীকভাবে অসুস্থ হওয়ার পর থেকে শরীরের বিভিন্ন অংশের পরিবর্তন শুরু হতে থাকে। এই বিষয়টি নিয়ে ঢাকা সাভারের দি গ্রীন হাসপাতালের ডাক্তারে সাথে কথা বলেছি। তারা বলেছে, অতিরিক্ত পুরুষের হরমোন শরীরে থাকার কারণে হঠাৎ এমন পরিবর্তন হয়েছে। গঠন পরিবর্তনে ফলে এখন শরীর সম্পূর্ণ সুস্থ। পুরুষ হয়েছি এতে কোন সমস্যা হয় না।এ বিষয়ে শাহনাজের বাবা আবদুল বাসেদ বলেন, ‘আমার ২টি মেয়ে একটি ছেলে। এখন মেজো মেয়ে শাহনাজ ছেলে হয়ে গেছে। এখন দুটি ছেলে একটি মেয়ে হলো। আল্লাহ তায়ালার ইচ্ছেতেই সব হয়েছে। এতে কারো কোন হাত নেই।এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, লিঙ্গ নির্ধারক বিষয়ে ছেলে না মেয়ে এটা পরীক্ষা নিরিক্ষার মাধ্যমেই জানা যায়। মেডিকেল সাইন্সে এমনটা হওয়ার কোন সুযোগ নেই। হরমোন জনিত কোন কারণ থাকলেও সেটা পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে বলেও তিনি জানান।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৮:১৪ পিএম
জামালপুরে ‘ওরা ১১জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
জামালপুরের ইসলামপুরে শেষ হয়ে গেলো মুক্তিযোদ্ধের গল্পে গাঁথা ওরা ১১ জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল এই ম্যাচে চ্যাম্পিয়ান হয়েছে কেন্দুয়া কালিবাড়ি একাদশ।বুধবার বিকেলে ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ আয়োজনে ইসলামপুর মিনি স্টেডিয়ামেে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ইসলামপুর ফুটবল একাডেমি বনাম কেন্দুয়া কালিবাড়ি একাদশ। খেলায় ২-০ গোলে ইসলামপুরকে হাড়িয়ে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয় কেন্দুয়া কালিবাড়ি একাদশ।খেলার শুরুতে সমাজসেবক শরিফুল ইসলাম খান ফরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম৷এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এ এস এম আব্দুল হালিম ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ অনেকেই। টূর্নামেন্টে ১৬ দল অংশগ্রহণে মাস ব্যাপী খেলা চলে।ভোরের আকাশ/এসএইচ