দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৪:৫৮ পিএম
অনিয়ম-কালোবাজারি রোধে দিনাজপুরে টিসিবির আলোচনা সভা
দিনাজপুরে টিসিবি পণ্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়মরোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডিলারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের দশমাইল টিসিবি ক্যাম্প জেলা কার্যালয়ে সচেতনতামূলক এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় ডিলারদের উদ্দেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, টিসিবি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মাসউদ রানা।
মো. বোরহান উদ্দিন বলেন, নিম্ন ও সীমিত আয়ের অসহায় মানুষের জন্য সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ ভর্তুকিমুল্যে টিসিবির পণ্য বিতরণে যাতে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম, কালোবাজারি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মাসউদ রানা বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও সীমিত আয়ের মানুষরা সরকারের ভতুর্কিমূল্যের টিসিবি পণ্য নিতে দিনের পর দিন ট্রাকের অপেক্ষায় থাকে। সেই পণ্য চোরাকারবারীদের মাধ্যমে কালোবাজারে যাচ্ছে। তাই টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে হবে।
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল হাসান বলেন, জনবহুল এলাকায় টিসিবির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য ডিলারদের সেবার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।
ভোরের আকাশ/এসএইচ