স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১০:১৯ এএম
ছবি : ভোরের আকাশ
যারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে তারাই নির্বাচনে প্রতিবন্ধকতাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, জামায়াতের মতো একটি সংগঠন চিহ্নিত সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে অন্যায়কারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এটা দেখে আমরা হতবাক।
রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।
সম্প্রতি জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি নেতা রহিম সিকদার হত্যা, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শনিবার এনসিপি নেতা পাটোয়ারী কর্তৃক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অপমান করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একে কেন্দ্র করে রবিবার দুপুরের পর থেকে কক্সাবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কক্সবাজার, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করেন।
এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, রহিম সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার নেপথ্যে বিএনপির শক্তিকে দুর্বল করার উদ্দেশ্য রয়েছে। এ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এখনও আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং রহিমের বড় ভাই শফিকুর রহমান সিকদারের বিরুদ্ধে পাল্টা মামলা রেকর্ড করেছে পুলিশ। দায়ের করা এই মামলা প্রত্যাহার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
জেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে কাজল প্রতিটি গ্রামে স্থানীয় লোকজনকে সচেতন থাকার আহবান জানান। তিনি এনসিপির নেতাদের নিজদের ছোট ভাই মন্তব্য করে বলেন, বিএনপির শনিবার কক্সবাজারে নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু এনসিপির পদযাত্রার কারণে এটা রবিবারে নিয়ে আসা হয়েছে। কিন্তু শনিবার কক্সবাজারে এসে কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে মিথ্যাচার করলেন তারা। এরপরও তাদের যাতে ক্ষতি না হয়, নিরাপদে কক্সবাজার থেকে ফিরতে পারেন তার ব্যবস্থা করেছে বিএনপি। তিনি সালাহ উদ্দিনকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানান।
সমাবেশের আগে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সদর বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ নূর, রহিম সিকদারের বড় ভাই ও ভারুয়ারিখালির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুরুশকুল রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।
ভোরের আকাশ/এসএইচ