নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১১:১১ পিএম
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ২০
দিনাজপুর-দশমাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের মধ্যে ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৫ মে) রাত ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে রংপুরগামী নুরানী ট্রাভেলসের একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও অন্তত ২০ জন।
বাসটিতে অধিকাংশ যাত্রী ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থী।
দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভোরের আকাশ//হ.র