ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২ পিএম
সংগৃহীত ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলসহ আন্তঃজেলার সংঘবদ্ধ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মানিক (৪১), শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার (৩৫), ঝিনাইদহ সদর থানার তেতুলবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৩), কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে শাহিন (২৫), কুষ্টিয়া ইবি থানার বেড় বাড়াদী (হরিনারায়নপুর) গ্রামের আফান শেখের ছেলে দুলাল শেখ (৪৫) ও মোকাদ্দেস হোসেন মোকা (৪৫)। গ্রেফতারকৃতরা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।
একটি ডাকাতির মামলার সূত্র ধরে কোটচাঁদপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বাবলুর রহমান নামে এক ফল ব্যবসায়ী রাতে বাড়ি যাওয়ার পথে ৩/৪ জনের একটি ডাকাত দল সড়কের মধ্যে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর মোটরসাইকেল ও টাকা পয়সা হাতিয়ে নেয় এবং তাকে একটি বাগানের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে।
এ ঘটনায় বাবলুর রহমান কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতব্বর জানান, মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতার ডাকাত দলের কেউই কোটচাঁদপুরের নন, তারা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় ৫/৬ টা করে মামলা আছে। এর ভিতর একজনের নামে ১৫টা মামলা আছে।
ওসি জানান, তদন্তের মাধ্যমে আরো কেউ জড়িত কি না তা জানা যাবে।
ভোরের আকাশ/এসএইচ