বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:২৩ পিএম
ছবি: ভোরের আকাশ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রেসিডেন্ট ওবায়দুর রহমান শাহীন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে এর ফলে দেশ যদি আবার অন্ধকারের দিকে চলে যায় তাহলে রাজনীতিবিদরাই দায়ী থাকবেন। তিনি গত ১৪ ডিসেম্বর দিনাজপুর জেলার পার্বতীপুরে এক সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট পূর্ববর্তী সময়ে রাজনীতিবিদসহ সকল দেশপ্রেমিক জনগণ ফ্যাসিস্ট হাসিনার রোষানলের মধ্যে ছিল। তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। আজ আবার ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী সময়ে এখানে পরস্পরের মধ্যে হানাহানির মত অবস্থা সৃষ্টি হয়েছে, এর ফলে নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে আমি মনে করি। এমনটা যদি ঘটে তাহলে এর জন্য রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোই দায়ী থাকবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচন বিঘ্নিত হয় কিংবা বিলম্ব হয় তাহলে দেশ আবার ফ্যাসিস্টদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে তিনি সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
দুই বছর না যেতেই, ফ্যাসিস্ট বিরোধী দলগুলো যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হচ্ছে, তাতে মনে হয়- আমরা আবার ফ্যাসিস্ট আমলকে সুযোগ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা যারা রাজপথে লড়াই-সংগ্রাম করে ফ্যাসিস্ট তাড়িয়েছি তাদের মধ্যে ঐক্য অটুট থাকলে, ফ্যাসিস্টদের স্থান এদেশে আর কোনদিন হবে না।
সাংবাদিকদের মধ্যে নানা বিভেদ এবং অনৈক্য আছে সেখান থেকেও আমাদের ফিরে আসতে হবে।
ভোরের আকাশ/এসএইচ