গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:০১ পিএম
ছবি: ভোরের আকাশ
দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, ঠাকুরগাঁও প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত, লালমনিরহাট প্রতিনিধি নাজমুল ইসলাম, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি চাঁদ মামুন, চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মমিন।
ভোরের আকাশ/এসএইচ