ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ০৮:০৫ পিএম
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ, ক্লাস স্থগিত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সকল জেলা-উপজেলায় অফিসে কর্মবিরতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার (ঢাকা) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংহতির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ : বিশ্বব্যাপী গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ঘোষিত সোমবারের প্রতীকী সাধারণ ধর্মঘট (স্ট্রাইক)-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জে সাধারণ জনতার বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল ছিল গোটা নগরী। সকাল ১০টায় শহরের চাষাড়ায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ ছাত্র-জনতার মুখে বিভিন্ন স্লোগান প্রতিধ্বনিত হয়।
পিরোজপুর : গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা প্রতিবাদে সোমবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ছাড়া এদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম বন্ধ ছিল।
টঙ্গী (গাজীপুর) : গাজায় গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সর্বস্তরের তৌহিদ জনতা। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সোমবার দুপুরে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে এশিয়া পাম্প, কলেজ গেট, স্টেশন রোড ও টঙ্গী বাজারসহ পৃথক পৃথক স্থানে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় পথচারী ও স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
গোপালপুর (টাঙ্গাইল) : ওয়ার্ল্ড স্ট্রাইকের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার উদ্যোগে ক্বওমি ওলামা পরিষদ এবং ইমাম মুয়াজ্জিন পরিষদ গোপালপুর টাঙ্গাইল এর আয়োজনে বিক্ষোভ মিছিলটি গোহাটা ময়দান থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে প্রতিবাদ ও নিন্দা সমাবেশ করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের পাশে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ড সভাপতি মাহবুব হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম বেলাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্রজনতা ও তৌহিদী জনতার আয়োজনে টেংকের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর, কালীবাড়ী মোড়, সরকারি কলেজসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন শিক্ষার্থী বায়েজিদুর রহমান সিয়াম, মুহাইমিনুল আজবীন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদি, আরিফ বিল্লাহ আজিজী, জুনায়েদ কাসেমী, আব্দুল্লা আল কাফী, মঈন শারদ প্রমুখ।
এদিকে, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
ফেনী: ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এছাড়া সোমবার বেলা ১১টার দিকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে মিছিল বের করে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। একইদিন দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখা বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
গাইবান্ধা: ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন। সমাবেশে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম আফজালুল আনাম প্রমুখ।
নাটোর: দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে মিলিত হয় সর্বস্তরের সাধারণ মানুষ। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদসহ সর্বদলীয় নেতারা এতে অংশ নেন।
শরীয়তপুর: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জেলা সদর রোড প্রদক্ষিণ শেষে শরীয়তপুর পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে সংগঠনের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলের সঙ্গে সকল প্রকার যোগাযোগ ছিন্ন এবং তাদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ সেলিম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক ফায়সাল আহমেদ, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব প্রমুখ।
নওগাঁ: বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজ এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।
গোপালগঞ্জ: বিশ্বব্যাপী স্ট্রাইক কর্মসূচীর অংশ হিসেবে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ মেডিকেল শিক্ষার্থী তানজিম আশরাফ সাদীর নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী পালন করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে শেষ হয়। এদিকে, নগরীর শিববাড়ি মোড়ে খুলনা নর্দাণ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করে।
কালীগঞ্জ (গাজীপুর): সোমবার সকালে কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পথসভায় মিলিত হয়। একই দিন উপজেলা জামায়েতের আয়োজনে কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে আরো একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর: রংপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিল নিয়ে টাউন হলের সামনে সড়কে অবস্থান করে। সেখানে সমাবেশে তারা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তারা ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান এবং জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিমা শাহাদাহ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং ভারতীয় মুসলমানদের ওপর মোদি সরকারের নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মুসল্লি জনতা। বিক্ষোভ মিছিলটি তাড়াইল সাচাইল কাসেমুল উলূম মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসায় গিয়ে শেষ হয়।
ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ সপ্তাহ আগে
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ, ক্লাস স্থগিত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সকল জেলা-উপজেলায় অফিসে কর্মবিরতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার (ঢাকা) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংহতির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ : বিশ্বব্যাপী গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ঘোষিত সোমবারের প্রতীকী সাধারণ ধর্মঘট (স্ট্রাইক)-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জে সাধারণ জনতার বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল ছিল গোটা নগরী। সকাল ১০টায় শহরের চাষাড়ায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ ছাত্র-জনতার মুখে বিভিন্ন স্লোগান প্রতিধ্বনিত হয়।
পিরোজপুর : গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা প্রতিবাদে সোমবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ছাড়া এদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম বন্ধ ছিল।
টঙ্গী (গাজীপুর) : গাজায় গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সর্বস্তরের তৌহিদ জনতা। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সোমবার দুপুরে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে এশিয়া পাম্প, কলেজ গেট, স্টেশন রোড ও টঙ্গী বাজারসহ পৃথক পৃথক স্থানে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় পথচারী ও স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
গোপালপুর (টাঙ্গাইল) : ওয়ার্ল্ড স্ট্রাইকের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার উদ্যোগে ক্বওমি ওলামা পরিষদ এবং ইমাম মুয়াজ্জিন পরিষদ গোপালপুর টাঙ্গাইল এর আয়োজনে বিক্ষোভ মিছিলটি গোহাটা ময়দান থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে প্রতিবাদ ও নিন্দা সমাবেশ করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের পাশে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ড সভাপতি মাহবুব হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম বেলাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্রজনতা ও তৌহিদী জনতার আয়োজনে টেংকের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর, কালীবাড়ী মোড়, সরকারি কলেজসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন শিক্ষার্থী বায়েজিদুর রহমান সিয়াম, মুহাইমিনুল আজবীন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদি, আরিফ বিল্লাহ আজিজী, জুনায়েদ কাসেমী, আব্দুল্লা আল কাফী, মঈন শারদ প্রমুখ।
এদিকে, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
ফেনী: ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এছাড়া সোমবার বেলা ১১টার দিকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে মিছিল বের করে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। একইদিন দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখা বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
গাইবান্ধা: ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন। সমাবেশে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম আফজালুল আনাম প্রমুখ।
নাটোর: দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে মিলিত হয় সর্বস্তরের সাধারণ মানুষ। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদসহ সর্বদলীয় নেতারা এতে অংশ নেন।
শরীয়তপুর: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জেলা সদর রোড প্রদক্ষিণ শেষে শরীয়তপুর পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে সংগঠনের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলের সঙ্গে সকল প্রকার যোগাযোগ ছিন্ন এবং তাদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ সেলিম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক ফায়সাল আহমেদ, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব প্রমুখ।
নওগাঁ: বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজ এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।
গোপালগঞ্জ: বিশ্বব্যাপী স্ট্রাইক কর্মসূচীর অংশ হিসেবে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ মেডিকেল শিক্ষার্থী তানজিম আশরাফ সাদীর নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী পালন করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে শেষ হয়। এদিকে, নগরীর শিববাড়ি মোড়ে খুলনা নর্দাণ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করে।
কালীগঞ্জ (গাজীপুর): সোমবার সকালে কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পথসভায় মিলিত হয়। একই দিন উপজেলা জামায়েতের আয়োজনে কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে আরো একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর: রংপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিল নিয়ে টাউন হলের সামনে সড়কে অবস্থান করে। সেখানে সমাবেশে তারা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তারা ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান এবং জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিমা শাহাদাহ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং ভারতীয় মুসলমানদের ওপর মোদি সরকারের নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মুসল্লি জনতা। বিক্ষোভ মিছিলটি তাড়াইল সাচাইল কাসেমুল উলূম মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসায় গিয়ে শেষ হয়।