জুয়ার আসরে অভিযান
ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ ০৩:৫০ পিএম
পুলিশের ওপর হামলায় আটক ৭
গাজীপুরের শ্রীপুরের অনলাইন জুয়ার আসারে অভিযান চালায় পুলিশ। রোরবার রাত দশটার দিকে জয়দেবপুর থানা পুলিশ উপজেলার বেতজুরি গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ারীরা পুলিশের গতিরোধ করে হামলা চালায় ।
এসময় হামলাকারীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। তাদের এলোপাতারী হামলায় সাত পুলিশ আহত হয়। ঘটনা ঘটে রোরবার রাতে শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের আ.লতিফের বাড়িতে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে । ঘটনাস্থল থেকে সাত জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোববার রাতে জয়দেবপুর থানার উপপরিদর্শক(এস আই) মো. তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম,মো, রাকিবুল হাসান, উপ সহকারী পরিদর্শক এমরান উদ্দিন, কনষ্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ হোসেন,আশরাফুল ও আবুল কালাম। আহতদের উদ্ধারকরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার বেতজুরী গ্রামের মো. সেলিম মিয়া(৩১), মো. মোশারফ হোসেন(৩১), আবুবক্কও সিদ্দিক(১৯), মো. নাজমুল হোসেন(২৭), মো.আ.রহমান(৫২), সোহেল রানা(২৮) ও ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার রুবেল মিয়া(৩৪) ।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার পরিদর্শক (ওসি) হালিম উদ্দিন জানান, গোপন সংবাদে জানাযায় বেতজুড়ি গ্রামে অনলাইনে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় জুয়ারীরা হামলা চালিয়ে সাত জন পুলিশ সদস্য কে আহত করে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাত জুয়ারীকে গ্রেফতার করা হয়। কিন্তু অনলাইন জুয়া চলাকালে ব্যবহৃত লেপটপ,মোবাইল জব্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
মামলা সূত্রে জানাযায়, জয়দেবপুর থানার উপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম রাত সাড়ে নয়টার দিকে বাঘের বাজারে নিয়মিত টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদে খবর পান বেজুরী গ্রামের লতিফ মিয়ার বাড়িতে অনলাইনে জুয়া খেলা হচ্ছে। তিনি সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান চালান।
এসময় জুয়ারীরা ডাক চিৎকার শুরু করে। তাদের সহযোগীদের নিয়ে পুলিশের পথরোধ করে হামলা চালায়। এলোপাথারী মারপিট করে পুলিশের সাত সদস্যকে গুরুত্বর আহত করে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহত অবরোদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাত জুয়ারীতে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনা স্থলে অভিযান চালিয়ে সাত জুয়ারী গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ