হুমায়ূন কবির, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ০৭:৩৩ পিএম
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ সদরের স্বনামধন্য আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে দুই পক্ষের মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৩ জন আহত হয়। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে আসলমা সুইটসের সদর উপজেলার সিপাহীপাড়া ব্রাঞ্চে এ ঘটনা ঘটে। ঘটনা নিয়ে উভয়পক্ষ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকার আসলাম সুইটসের স্বত্বাধিকারী মো. আসলাম সরকার রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের মোহসীন দেলোয়ারের (৫৫) নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮ বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে মোহসীন দেলোয়ার উল্লেখ করে বলেন, তার দোকানে ৪০ কেজি মিস্টির অর্ডার দেয় মোহসীন। রবিবার দোকানে এসে জানায় সে অর্ডারকৃত মিষ্টি ক্রয় করবে না।
তখন দোকানের ম্যানেজার মো. রাসেল ভূইয়ার (৪০) সঙ্গে মোহসীনের কিছুক্ষণ তর্ক-বিতর্ক হয়। এরপর ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আবার এসে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আসলাম সুইটস এন্ড বেকারীতে অনধিকার প্রবেশ করে আমার দোকানের স্টাফ সাইদুর রহমান রিপন (৪০) ও অভিকে (১৭) এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকে। এতে একজন গুরুতর আহত হয়।
অপরপক্ষ মো. মহাসিন সদর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হলেন, রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী মো. রাসেল ভূইয়া।
অভিযোগে তিনি বলেন, গত ৪ অক্টোবর ৪ কেজি রসগোল্লা ৩১০ টাকা দরে অগ্রিম ক্রয় করে। যাহার মেমো নং-৩৬৬৩। রবিবার ৫ অক্টোবর রসগোল্লা আনতে গেলে বলেন, আপনি কই রসগোল্লা ক্রয় করছেন। আপনি তো নিমকি ক্রয় করছেন। আমি ম্যামো দেখালে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমাকে গুরুতর আহত করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ