ছবি: ভোরের আকাশ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান সোমবার বিকেল চারটায় ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে।
দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যলেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টবর) বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ (জিএম) সাদরিল।এ সময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। স্থানীয় জনগণও ব্যাপক আগ্রহ নিয়ে তাদের স্বাগত জানান। জিএম সাদরিল এ সময় জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে গণমানুষের রাজনীতিতে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন।জিএম সাদরিল বলেন, “দেশকে পুনর্গঠনের যে রূপরেখা তারেক রহমান দিয়েছেন, তা শুধু বিএনপির নয়, এটি গোটা জাতির মুক্তি সনদ। আমরা ঘরে ঘরে যাচ্ছি এই বার্তা পৌঁছে দিতে যে সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে গণমানুষের অধিকার ফিরিয়ে আনার।”তিনি আরও বলেন, “আমরা জনগণের রাজনীতি করতে এসেছি, ক্ষমতার রাজনীতি নয়। সোনারগাঁয়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব, এবং আমরা যে পরিবর্তনের কথা বলছি তা শুরু হবে এখানকার জনগণের হাত ধরে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো তরুণ বেকার থাকবে না, কোনো মা কাঁদবে না, আর মানুষ নিজের ভোটের অধিকার নিজেই প্রয়োগ করতে পারবে।” গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদল নেতা শরিফ ভূঁইয়া, শফুর উদ্দিন, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন, আবু তাহের ও তরিকুল ভূঁইয়া প্রমুখ।নেতাকর্মীরা জানান, সাদরিলের মাঠে সক্রিয় উপস্থিতি ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। তারা আশাবাদী গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে সোনারগাঁয়ে আবারও গণতন্ত্র ও জনগণের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।ভোরের আকাশ/এসএইচ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান সোমবার বিকেল চারটায় ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে।দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যলেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টবর) বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।ভোরের আকাশ/জাআ
মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।সোমবার (৬ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রোববার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করে বাহিনী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বগুড়ার শিবগঞ্জে এক নাটকীয় ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (বদর উদ্দিন বদরের ছেলে)। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের নারী-পুরুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখে-মুখে কাদা ছুড়ে ও ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।পুলিশ পরে সাঁড়াশি অভিযান শুরু করলে গ্রামটি প্রায় নারী-পুরুষশূন্য হয়ে পড়ে। এ অভিযানে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।”এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ভোরের আকাশ/জাআ