নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০৯:২৯ পিএম
ছবি: ভোরের আকাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ (জিএম) সাদরিল।
এ সময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। স্থানীয় জনগণও ব্যাপক আগ্রহ নিয়ে তাদের স্বাগত জানান।
জিএম সাদরিল এ সময় জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে গণমানুষের রাজনীতিতে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন।
জিএম সাদরিল বলেন, “দেশকে পুনর্গঠনের যে রূপরেখা তারেক রহমান দিয়েছেন, তা শুধু বিএনপির নয়, এটি গোটা জাতির মুক্তি সনদ। আমরা ঘরে ঘরে যাচ্ছি এই বার্তা পৌঁছে দিতে যে সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে গণমানুষের অধিকার ফিরিয়ে আনার।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের রাজনীতি করতে এসেছি, ক্ষমতার রাজনীতি নয়। সোনারগাঁয়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব, এবং আমরা যে পরিবর্তনের কথা বলছি তা শুরু হবে এখানকার জনগণের হাত ধরে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো তরুণ বেকার থাকবে না, কোনো মা কাঁদবে না, আর মানুষ নিজের ভোটের অধিকার নিজেই প্রয়োগ করতে পারবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদল নেতা শরিফ ভূঁইয়া, শফুর উদ্দিন, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন, আবু তাহের ও তরিকুল ভূঁইয়া প্রমুখ।
নেতাকর্মীরা জানান, সাদরিলের মাঠে সক্রিয় উপস্থিতি ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। তারা আশাবাদী গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে সোনারগাঁয়ে আবারও গণতন্ত্র ও জনগণের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এসএইচ