চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১১:৩২ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি চলন্ত গাড়ির পেছনে সবজি ও ফল ঝোঝাই পিকআপের ধাক্কায় মোহাম্মদ শফিউল নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে, কাঁচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ আজ ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপটি ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ব্যবসায়ী শফিউল নিহত হন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷’
ভোরের আকাশ/মো.আ.