খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার ১৩ ডিসেম্বর আনুমানিক সাড়ে সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলাচলের সময় একটি দ্রুতগতির পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সালমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৪৭ এএম
চাঁদপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
চাঁদপুরের ফরিদগঞ্জে মাছ কেনার জন্য স্থানীয় বাজারে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা আরও দুজন।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন- চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।স্থানীয়রা জানায়, সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য পায়ে হেঁটে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারি বাড়ির সামনে আসলে পিছন দিক থেকে কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আর আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠান। তারা দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা কার্ভাড ভ্যান সহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। তাদের পিতার নাম আনসার হাওলাদার। কাভার্ড ভ্যান নিয়ে তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান সহ চালক ও হেলফার থানায় আটক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/মো.আ.
১২ ডিসেম্বর ২০২৫ ০৩:২১ পিএম
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের মার্কাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামের বজলুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ শহরের মার্কাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝাই করে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলি বোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হেলপার আবু বকর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন।ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.
১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫১ এএম
টাঙ্গাইলে খেজুরের রস খেয়ে ফেরার পথে প্রাণ গেল কিশোরের
টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ত হয়েছে তাওহীদ (১৫) নামের এক কিশোর।রোববার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত দুইজন একই গ্রামের জিহাদ ও হাসান।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই উপজেলার ধানগড়া গ্রামের খেজুরের রস খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যায়। আজ ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেল যোগে ধানগড়া গ্রামে যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় ওই তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং সেই মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর আহত হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভোরের আকাশ/মো.আ.
০৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৮ পিএম
ফরিদপুরে গভীর রাতে সড়কে ঝরল ৩ প্রাণ
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন।শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ পিএম
জামালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে একটি ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী দুই নিহত হয় এবং একজন আহত হয়েছেন।নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর থেকে ঢাকামুখী কাঁচামাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।পরে এলাকা বাসিরা ছুটে এসে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী দিপু, রাসেল ও মো. শ্যামলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন।আহত মো. শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।ভোরের আকাশ/মো.আ.
০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
ফরিদপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসচাপায় অটোরিকশায় থাকা দুই নারী, এক শিশু ও এক পুরুষ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনা পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যায়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৫ ডিসেম্বর ২০২৫ ০১:৫৭ পিএম
চট্টগ্রামে সাতসকালে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি চলন্ত গাড়ির পেছনে সবজি ও ফল ঝোঝাই পিকআপের ধাক্কায় মোহাম্মদ শফিউল নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে, কাঁচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ আজ ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপটি ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ব্যবসায়ী শফিউল নিহত হন৷ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷’ভোরের আকাশ/মো.আ.
২৯ নভেম্বর ২০২৫ ১১:৩২ এএম
আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু বাহী ড্রাম ট্রাকের চাপায় কবির মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের সিডি বাজার এলাকায় আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতের ওই সময়ে বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে কবির মোল্লা আরোহী ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালু বাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মাধবদী থানার খড়িয়া বাজারে টিনেের দোকান দিয়ে ব্যাবসা করতেন।নিহত কবির মোল্লা আড়াইহাজারের বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, দুর্ঘটনাকারী বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/মো.আ.
২৩ নভেম্বর ২০২৫ ০৩:২৯ পিএম
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার
হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইফতেখার রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মাস্টার ইউছুপের ছেলে। আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।জানা যায়, রাতে আবিদুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা (চট্টমেট্রো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে রাহাত এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে আবিদুলের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ভোরের আকাশ/মো.আ.
২৩ নভেম্বর ২০২৫ ১১:০৬ এএম
চালক ঘুমিয়ে যাওয়ায় সেতু থেকে বাস খাদে, ১৬ যাত্রীর মর্মান্তিক মৃত্যু
কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং দুই ডজন যাত্রী আহত হয়েছেন।পুলিশ জানায়, দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে ছিলেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনে যাচ্ছিল। খবর আলজাজিরার।কম্বোজা নিউজ জানায়, মোট ৩৭ জন যাত্রী ছিলেন বাসটিতে। পথে সিয়েম রিপে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করেছিল বাসটি। সিয়েম রিপ হলো বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের অবস্থান, যেখানে থেকে নমপেন যেতে প্রায় ছয় ঘণ্টা লাগে। সব যাত্রীই কম্বোডিয়ার নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।পুলিশ জানায়, দুটি ড্রাইভার পালাক্রমে রাতের রুটে গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার সময় ডিনি চালাচ্ছিলেন, সেই চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে চালক নিহতদের মধ্যে আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে যে ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা যায়, ক্রেনের সাহায্যে পানির নিচে অর্ধডুবন্ত বাসটিকে টেনে তুলে আনা হচ্ছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, উদ্ধারকারীরা নদীতে অনুসন্ধান শেষ করার পর মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এছাড়া মৃতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ।ভোরের আকাশ/মো.আ.