ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০১:৫০ পিএম
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনতাই
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে শাহজাহান আলী (৪৮) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৭ মে) রাত ১০টায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, প্রতারণাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহান আলীকে ধরতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ। হঠাৎ আশপাশ থেকে কতিপয় দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
ভোরের আকাশ/আজাসা