পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৫:০৪ পিএম
ছবি- সংগৃহীত
পিরোজপুরের কাউখালীতে হাটবাজারগুলো চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচল ও কেনাকাটা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারগুলো প্রবেশ মুখে অটোগাড়ি, অটোরিকশা জটলা পাকিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় পাঁচ মিনিটের পথ আধাঘণ্টায় পার হওয়া যায় না। এছাড়া হাটের দিন বাজারের ভিতরে অভ্যন্তরীণ রাস্তাগুলো অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে শাকসবজি তরি তরকারি ও মাছের দোকানসহ বিভিন্ন পণ্যের পসরা বসিয়ে অধিকাংশ রাস্তা দখল করে রাখতে দেখা যায়। যার ফলে বাজারে আসা ভোক্তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হাটের দিন বাজারের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে অটোরিকশা চলাচল ও ফুটপাতে দোকান থাকায় সাধারণ মানুষের বাজার করতে হিমশিম খেতে হয়। বিশেষ করে কাউখালী সদরের সাপ্তাহিক হাটের দিন শুক্রবার ও সোমবার উপজেলা দক্ষিণ বাজারে প্রবেশ করা মুশকিল হয়ে যায়। ডাক বাংলো সড়ক থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে চিরাপাড়া ব্রিজ পর্যন্ত যানজট লেগেই থাকে।
এছাড়া ফুট পথগুলো ব্যবসায়ী ও বিভিন্ন দোকানিরা মাছ, তরিতরকারি, শাকসবজির পসরা বসিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে সাধারণ মানুষ পায়ে হেঁটে স্বাভাবিকভাবে বাজার করতে পারছে না বলে ক্রেতারা অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছে না। এই সমস্ত জনদুর্ভোগের বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দুর্ভোগ যেন কমছে না।
অপরদিকে সপ্তাহে হাটের দুইদিন সোমবার ও শুক্রবার সরকারি বালক বিদ্যালয়ের সামনের রাস্তায় অটো গাড়িগুলো এলোমেলোভাবে চলাচল করায় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। স্কুলছাত্র নকিব, রায়হানসহ অনেক শিক্ষার্থী অভিযোগ করে যানজটের কারণে হাটের দিনে আমাদের বিদ্যালয় আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে।
বাজারের মধ্যের মূল রাস্তা ও ফুটপথগুলো ব্যবসায়ীরা দখল করে রাখার ফলে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় বলে জানা যায়। বিশেষ করে দক্ষিণ বাজার টল সেটগুলো ব্যবহার না করে ট্রলার ঘাট রাস্তায় মাছের বাজার বসে সাধারণ চলাচল বন্ধ করে দেয়। যার ফলে নৌযোগে আসা সয়না, রঘুনাথপুর, জোলাগাতি, ভিটাবাড়িয়া, পাঙ্গাসিয়া, বেকুটিয়া,বাদামতলা, সুবিদপুর, চিড়াপাড়াসহ বাজারে আসা দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ গুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পরে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও কিছু সময় ব্যতীত সুফল জনগণ পায়না। হাট-বাজার অব্যবস্থাপনা সম্পর্কে এডভোকেট জহুরুল ইসলাম ও এডভোকেট জাকির হোসেন বলেন বাজারে এই সমস্ত বিশৃঙ্খলা দূর করতে হলে প্রশাসনের নজরদারি বেশি বাড়াতে হবে।
এছাড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে আইন অন্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন। কাউখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমি নতুন এসেছি এ সমস্ত সমস্যার বিষয় খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি কাউখালীতে কেবলমাত্র যোগদান করেছি, অবৈধভাবে কোন কিছুই করতে দেওয়া হবে না। সমস্যা সমাধানের জন্য খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ