এস.এম সিপার, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১১:৫৩ পিএম
ছবি-ভোরের আকাশ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাঈদ খান বলেছেন, “আগামীর বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া মানুষকে সামাজিক করে তোলে, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। মতপার্থক্য বা মতভেদ থাকলেও দিনের শেষে সমাজের সবাই যেন একসঙ্গে খেলতে পারে, একসঙ্গে আড্ডা দিতে পারে—আমরা এমনই একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাঈদ খান আরও বলেন, গত ১৫ বছরে আমাদের সংস্কৃতি ভেঙে দেওয়া হয়েছে। তবে আমরা নিজেদের প্রচেষ্টায় এই সমাজকে বদলে ফেলব। আমরা এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে একজনের দুঃখে অপরজন ব্যথিত হবে।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ইউটিউব-ফেসবুকের আসক্তি ছেড়ে মাঠমুখী হন। খেলার মাঠ আপনাদের বিশ্ব দরবারে পরিচিত করে তুলবে। খেলাধুলা মানুষকে আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনের বাংলাদেশ হবে সম্প্রীতির, সমৃদ্ধ ও উন্নত এক বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আরাফাত রহমান ক্রীড়া সংসদ ও উদয়ন ক্লাবের সভাপতি রেজাউল করিম মিঠু, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ//হ.র