বাগেরহাট-১ আসনে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাট-০১ আসন (মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) এলাকায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা ভবনে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ধর্মীয় উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপূজা সফলভাবে শেষ হওয়ায় আমি পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এবারের পূজা মণ্ডপগুলোতে ভক্তদের উল্লেখযোগ্য সমাগম ছিল। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ উৎসবকে আরও আনন্দঘন করে তুলেছে। এ ধরনের সম্প্রীতির দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ শহীদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুজ্জামান শিমুল, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, যুবদল নেতা রেজা সিকদার, মঈনুল ইসলাম, রাসেল খান, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ//হ.র