মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০১:০৪ পিএম
ছবি : ভোরের আকাশ
মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টির ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানে লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে, দোকানটির মালিক অভি দাস নিজেই নাটক সাজিয়ে স্বর্ণ লুটের পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—সোহান, আমানত ও শরীফ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পৌলী এলাকার শাইলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দোকান মালিক অভি দাস ৫ লাখ টাকার বিনিময়ে ওই তিনজনকে ভাড়া করে স্বর্ণ লুটের পরিকল্পনা করেন। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, অভি দাস মোবাইলে মেসেজ পাঠানোর পরই ভাড়াটে ছিনতাইকারীরা দোকানে প্রবেশ করে লুটপাট চালায়।
এর আগে শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টিতে অবস্থিত ‘অভি অলংকার’ দোকানে দুইজন মুখোশধারী ব্যক্তি ঢুকে মালিক শুভ দাসের গলায় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা শুভ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত একটি নাটক। দোকান মালিক নিজেই এ ঘটনার মূলহোতা। দেশকে অস্থিতিশীল করতে বা অন্য কোনো উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
চলমান তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরেই স্বর্ণাকারপট্টি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এ ঘটনায় পুরো ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভোরের আকাশ/মো.আ.