ছবি : ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) গভীর রাতে কসবা থানার কায়েমপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর গ্রামের মো. শাহ্ আলম এর বাড়ির পাশের একটি পাকা রাস্তা থেকে গাঁজার এই চালানটি উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত মো. সাহাব মিয়া (৩৫) কে আটক করা হয়েছে। আটক আসামি কায়েমপুর তাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
ঢাকার সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ তালহা বিন জসিম বিষয়টি নিশ্চত করেছেন।তিনি বলেন, আমরা ১২টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। আর ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, ভেতরে আগুন জ্বলছে। তাই ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
দিনাজপুরের ফুলবাড়ী শহরে শোভা বর্ধনের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের গাছ লাগানো হয়েছে।২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী খনি আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে সৌন্দর্য বর্ধনের জন্য চারপাশে ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসাহাক আলী।সোমবার (৬ অক্টোবর) দুপুরে গাছ লাগানোর জন্য ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও মো.ইসাহাক আলী। এ সময় সঙ্গে ছিলেন সুশাসনের জন্য নাগরিক -সুজনের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা সহ ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।পরিদর্শনে এসে তিনি বলেন, এক সময় হয়তো আমরা থাকবো না, তখনও এই গাছগুলো থেকে ফুল, ফল ও অক্সিজেন নিয়ে প্রাণিকুল উপকৃত হবে। গাছ পরিবেশকে সুস্থ রাখে,প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বৃক্ষরাজি জীববৈচিত্র্যকে বৃদ্ধি করতে সাহায্য করে। আহ্বান জানিয়ে বলেন, আসুন -প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রত্যেকে গাছ লাগাই।প্রসঙ্গত, প্রকৃতির সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রবিবার বিকেলে ফুলবাড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে নিমগাছ, কৃষ্ণচূড়া ও জারুল ফুলের গাছ লাগানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. ইসাহাক আলী উপস্থিত থেকে গাছ লাগানোর উদ্বোধন করেন।এ সময় সহযোগিতা করেন সুজন'র নির্বাহী সদস্য ও ক্যাব'র উপজেলা সভাপতি মাসউদ রানা,বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. মোসলেম উদ্দিন ও স্কাউট দল। ইতোপূর্বেও ফুলবাড়ী হাসপাতালের সামনে রাস্তার পাশে গাছ লাগানো হয়। সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবেশ কর্মী মাসউদ রানা বলেন, শুধু দৈহিকভাবে সুস্থ হলেই হবে না মানসিকভাবেও সুস্থ হতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের সামনেও ফুলের গাছ লাগানো হয়েছে। এটি একটি উত্তম ইবাদাত সাদাকায়ে জারিয়া যা প্রবহমান থাকে। ভোরের আকাশ/মো.আ.
রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি এক হিন্দু কর্তৃক পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েরের কুলাঙ্গার অপূর্ব পাল কোরআনকে অবমাননা করায় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শিবচর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সড়কের ৭১ চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।এই সময় বক্তব্য দেন শিবচর উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাদারীপুর -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ হযরত মাওলানা আকরাম হুসাইন।এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসনসহ স্থানীয় নেতাকর্মী।ভোরের আকাশ/মো.আ.
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার রাত আড়াইটার দিকে ভারতীয় ৭,৮৩০ কেজি ফুচকা আটক করেন।আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। আটককৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সোমবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন আজমপুর বিওপি টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ৩৪ কেজি এবং স্কফ সিরাপ (মাদক) ১০২ বোতল উদ্ধার করেন। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ চোরাচালানি মালামালসহ কোনোরকম মাদকদ্রব্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টহল জোরদার করেছে। তিনি আরও জানান, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।ভোরের আকাশ/মো.আ.