সংগৃহীত ছবি
দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভান্ডারিয়ায উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ১১জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
নবগঠিত কমির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভান্ডারিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই এনসিপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির।তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেন, মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে ঘরে ঢুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতের কোন এক সময় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রোকেয়া বেগম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের মো. মোক্তার হাওলাদারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে ভুক্তভোগী বৃদ্ধার চাচাতো জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) হওয়া বেগম ঘরের বাইরের বাতি জ্বালানো দেখতে পেয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের কাছে গিয়ে সামনের দরজা বন্ধ পান।পরে পিছনে গিয়ে পিছনের দরজা খোলা দেখে ঘরের ভিতরে প্রবেশ করে মাঝের ঘরের মেঝেতে বৃদ্ধার জবাই করা রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে ওই বৃদ্ধার নাতি আমিনুল ইসলামকে ফোন দেয়। আমিনুল ইসলাম এসে পুলিশে খবর দেয়। রোকেয়া বেগমের স্বামী মোক্তার হাওলাদারের মৃত্যুর পর ওই বাড়িতে তিনি একাই থাকতেন।নিহত রোকেয়া বেগমের ছেলে লিটন হাওলাদার বলেন, আমাদের একই এলাকার রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তবে এ ছাড়া আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক; কিন্তু একদল চায় গণতন্ত্রকে বানচাল করতে। আমাদের সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির একাংশের আয়োজনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নির্বাচন ছাড়া আমাদের দেশের সমস্যা দূর হবে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, বিগত ১৭ বছর একটি ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের নেতাকর্মীদের হত্যা, অত্যাচার, জেল-জুলুম, গুমসহ অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন আমরা সেই ফ্যাসিবাদের অত্যাচার থেকে বেরিয়ে আসতে পেরেছি। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও বিএনপি এখনো টিকে আছে। বিএনপির একজন সদস্যও কোথাও যায়নি। বিএনপির যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন এবং যাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের আমি শ্রদ্ধা জানাই। আরও শ্রদ্ধা জানাই এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে গিয়ে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান করে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ আমরা সবসময় মনে রাখব। আমরা চাই, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক। এতে যদি জনগণের ভোটে আমরা পাস করি তাহলে আমরা ক্ষমতায় যাবো। যদি আমরা পাস না করি তাহলে ক্ষতি কি? যে জনগণের ভোটে পাস করবে সে-ই ক্ষমতায় যাবে।মুশফিকুর রহমান বলেন, ৩০টি দলের ৩০ জন হবে; এদের মধ্যে কখনো ইউনিটি হবে না, স্ট্যাবলও হবে না। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু স্ট্যাবিলিটি আনতে পারছে না। তিনি দলকে শক্তিশালী করার আহ্বান জানান। পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বলেন, "বিএনপি চায় সকলের ভোটে অর্থাৎ সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওই সরকার কখনো স্ট্যাবল হবে না।"ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক কসবা পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, আবু হানিফ, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শুক্রবার (২৫ জুলাই) সকালে থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার লাশ তোলা হয়।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, ‘হামলাকারীর লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ আছেন।’এদিকে আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।ভোরের আকাশ/জাআ