রাজশাহীর পুঠিয়ায় শিলমাড়িয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া সাংস্কৃতি সংগঠন (জিসাস) এই অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে শিলমাড়িয়া ইউনিয়ন জিসাস এর সভাপতি মোঃ আঃ সালাম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মিন্টু কে নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা জিসাস সভাপতি মোঃ আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জিসাস এর জেলা আহবায়ক ফিরোজ কবির (টিংকু)। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মোঃ আবু হায়াত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক কৃষক দলের নেতা মোঃ আকরাম হোসেন (মধু), ইউনিয়ন বিএনপি নেতা মোঃ এন্তাজ আলী, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মৃণাল কুমার (মাষ্টার), ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম (মিঠু), ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ আসাদ আলী, ইউনিয়ন জাসাস সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী, পুঠিয়া বিএনপি থানা সদস্য মোঃ সোহেল সিরাজী সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুঠিয়া উপজেলা জিসাস এর সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (মাষ্টার)।ভোরের আকাশ/জাআ
২৭ জুলাই ২০২৫ ০৪:০৪ পিএম
আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন
উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের নাম-ঠিকানাসহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৩ জুলাই) গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন-উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলমপ্রধান শিক্ষিকা খাদিজা আক্তারকো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপাঅভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি)শিক্ষার্থী প্রতিনিধি মারুফ বিন জিয়াউর রহমানমো. ভাসনিম ভূঁইয়া প্রতিক (দ্বাদশ শ্রেণি)সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটির প্রতিবেদনটি শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়, প্রয়োজনে সরকার, উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরে কমিটি গঠনের প্রজ্ঞাপন ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু করেছে সদস্যরা।এছাড়া, এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক, উদ্ধার ও চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন।মর্মান্তিক এই ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুলাই ২০২৫ ১২:২৮ পিএম
ভান্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন
দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভান্ডারিয়ায উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ( ১১জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন।উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।নবগঠিত কমির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভান্ডারিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।ভোরের আকাশ/জাআ
১২ জুলাই ২০২৫ ০৩:১৬ এএম
তিন জাতীয় নির্বাচনের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত ও সুপারিশ কমিটি গঠন
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়।কমিটির সদস্যরা হলেন: শামীম আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব, কাজী মাহফুজুল হক (সুপণ), সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী , ড. মো. আব্দুল আলীম, নির্বাচন বিশ্লেষক ও গবেষক ।প্রজ্ঞাপনে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, জনগণের ভোটাধিকার খর্ব করে, প্রশাসন ও নির্বাচন কমিশনের সহায়তায় ক্ষমতাসীন দলকে বিজয়ী করার মতো কারচুপির ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে দেশে গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন এবং মৌলিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে।এ প্রেক্ষাপটে, ভবিষ্যতে যাতে নির্বাচনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়—সে লক্ষ্যে বিগত নির্বাচনগুলোর বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত করে করণীয় সম্পর্কে সুপারিশ দিতে এই কমিটি গঠন করা হয়েছে।কমিটি কী পরিমাণ সময়ের মধ্যে প্রতিবেদন দেবে বা কোন পদ্ধতিতে তদন্ত পরিচালিত হবে—তা পরবর্তী নির্দেশনায় জানানো হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। ভোরের আকাশ/হ.র