সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০২:৪৫ পিএম
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা ও তাড়াশ উপজেলার মহিষলুটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা ও গতকাল রোববার রাত ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রাজশাহী জেলা সদরের বামনশিখড় গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে ট্রাক হেলপার মোঃ নীরব (২০)।
যমুনা সেতু পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোস্তম আলী বলেন, ভোর রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় একটি বিকল হয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকা হতে রাজশাহীগামী অপর একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিরব নিহত হয়।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন, রাত ১১ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটিতে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ