বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৬:৫৪ পিএম
প্রেসকাবে ঢুকে সাবেক ছাত্রদল নেতার হামলা, সাংবাদিকসহ লাঞ্ছিত ৫
বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা শামিম আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলাকালে পাথরঘাটা উপজেলা প্রেসকাবে ঢুকে হামলা চালান পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকার মৃত আনিস মিয়ার ছেলে অমিত হাসান শুভ। এ ঘটনায় সাংবাদিকসহ পাঁচজন লাঞ্ছিত হয়েছেন।
শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজরোডস্থ পাথরঘাটা উপজেলা প্রেসকাবে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলন করতে আসা আলমগীর নামের এক ব্যক্তিকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল হাদিদ জানান, শনিবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা প্রেসকাবে কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা শামিম আহমেদের নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। তখন অমিত হাসান শুভ ও তার সহযোগীরা প্রেসকাবে ঢুকে হঠাৎ আক্রমণ করে এবং আলমগীরকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রেসকাবে উপস্থিত সাংবাদিকদের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সময় ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ওপর আক্রমণের চেষ্টা করেন অমিত হাসান শুভ। তার সাথে থাকা একজন আরটিভির লোগো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ভিডিও ডিলিট করতে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়।
পাথরঘাটা উপজেলা প্রেসকাবের সভাপতি আবু সালেহ জসিম ও সাধারণ সম্পাদক সাকিব কাজী বলেন, সংবাদ সম্মেলন শুরুর আগেই অমিত হাসান শুভ ও তার সহযোগীরা সেখানে উপস্থিত ছিল। তাদের চলে যেতে বললেও তারা না গিয়ে উল্টো সংবাদ সম্মেলনে আসা আলমগীরকে টানাহেঁচড়া শুরু করে এবং সাংবাদিকদের ওপর চড়াও হয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। সাংবাদিক এবং তাদের সংগঠন মত প্রকাশের মাধ্যম। প্রেসকাবে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এসআই